ঘটনাটা ঢাকায় ইন্ডিপেনডেন্স কাপে। পাকিস্তানের ম্যাচে বর্তমান জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে এক তরুণীর হাতে একটি প্ল্যাকার্ড তখন বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ‘আফ্রিদি প্লিজ ম্যারি মি’—এই ছিল প্ল্যাকার্ডের বিষয়বস্তু।

খেলাধুলায় এটা নতুন কিছু না। ১৯৯৮ সালে ইন্ডিপেনডেন্স কাপের আফ্রিদির প্রতি এক ভক্তের সেই আহ্বানের আগেও এমন ঘটনা ঘটেছে, পরেও ঘটেছে। এখন তো ব্যাপারটা অনেকটাই ডাল-ভাতের মতো। পছন্দের তারকা খেলোয়াড়ের প্রতি কারও এমন আহ্বান দেখে এখন আর আগের মতো কেউ হয়তো গা করেন না। কিন্তু লিওনেল মেসির সঙ্গে যেটা ঘটেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তা ভাইরাল।

আরও পড়ুনইসরায়েল-ইরান যুদ্ধ থামলেও ক্লাব বিশ্বকাপে তাঁর খেলা অনিশ্চিত৫৭ মিনিট আগে

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গত পরশু বাংলাদেশ সময় সকালে পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠে ইন্টার মায়ামি। এ ম্যাচে গ্যালারিতে ৯৮ বছর বয়সী এক বৃদ্ধা মেসিকে প্ল্যাকার্ডে বিয়ের প্রস্তাব দেন। প্ল্যাকার্ডে লিখে আনেন, ‘মেসি উইল ইউ ম্যারি মি?’

ম্যাচের বিরতির সময় মাঠে ছিলেন মেসি। তখন সেই বৃদ্ধা গ্যালারি থেকে মায়ামি তারকার প্রতি প্ল্যাকার্ডটি উঁচিয়ে ধরে তাঁকে ডেকেছেন এবং বিয়ের কথাও বলেছেন। আর্জেন্টাইন কিংবদন্তিও দূর থেকে ইতিবাচকভাবে মিষ্টি হাসিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাতের ইশারায় তাঁকে প্ল্যাকার্ডটি নামিয়ে নেওয়ার ইঙ্গিত করেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, ৯৮ বছর বয়সী ওই বৃদ্ধার নাম পলিন কানা। যুক্তরাষ্ট্রের এই ক্রীড়াপ্রেমী নারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব। খেলাধুলার বড় ইভেন্টে নাতি রস স্মিথের ভিডিওতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন৭৭ ম্যাচ আর ৫৫৪৬ মিনিট—আলভারেজের বিরামহীন ১২ মাস১ ঘণ্টা আগে

রস সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার, তাঁর মজার সব টিকটক ভিডিওতেও পলিনকে অংশ নিতে দেখা যায়। টিকটকে ২ কোটি ৩০ লাখ অনুসারী রয়েছে রস স্মিথের। সামাজিক যোগাযোগমাধ্যমে পলিনকে অনেকেই ‘গ্রানি স্মিথ’ নামে ডাকেন। এনএফএল এবং ডব্লুডব্লুইর ম্যাচেও দুজনকে ভিডিওতে অংশ নিতে দেখা গেছে।

মেসিকে পলিনের বিয়ের প্রস্তাবের এই ছবি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মজার সব মন্তব্য করেছেন। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, ‘তার (পলিন) প্রতিদ্বন্দ্বিতায় আন্তোনেল্লাও পারবে না।’ বেশির ভাগই পলিনের উৎসাহ ও মজা করার মানসিকতার প্রশংসা করেছেন।

আন্তোনেল্লা রোকুজ্জো মেসির স্ত্রী। প্রেমের পরিণতি হিসেবে ২০১৭ সালে বিয়ে করেন দুজন। তাঁদের তিনটি সন্তান আছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমাদের দৃষ্টিতে পিআর একটি উদ্ভট ব্যবস্থা: সেলিমুজ্জামান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু সংখ্যক দল পিআর পদ্ধতি চাচ্ছে। আমাদের দেশের ৯৮ ভাগ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই।”

তিনি বলেন, “পিআর পদ্ধতিতে আমার ভোটে কে নির্বাচিত হলো তা জানাতে পারব না। এ কারণে আমাদের দৃষ্টিতে এটি একটি উদ্ভট ব্যবস্থা। এই ব্যবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই।”

আরো পড়ুন:

সবার সহযোগিতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পা‌রে: শিমুল

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুরুলিয়া ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুমার নদে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, “দেশের জন্য এখন নির্বাচিত সরকারের প্রয়োজন। এ জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ নতুনভাবে সাজানো হবে এবং একটি জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী মো. আনোয়ার হোসেন। এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ দলটির স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ