ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের কুচিয়ামোড়া এলাকায় পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে মো. রাকিব (২৪) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী সজল আহমেদ (২৪)।

শুক্রবার (২৭ জুন) ভোর ৪টার দিকে কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রাকিব ঢাকার দয়াগঞ্জের ধুপখোলা এলাকার মো.

খলিলের ছেলে।

আহত সজল আহমেদ বলেন, ‘‘দুইটি মোটরসাইকেলে আমরা চার বন্ধু মাওয়া ঘাটে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা করি। আমি ছিলাম রাকিবের মোটরসাইকেলে। এক্সপ্রেসওয়েতে কুচিয়ামোড়া ব্রিজের উপর হঠাৎ একটি পিকআপ ভ্যানের পেছনে আমাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এরপর আর কিছু বলতে পারি না।’’ 

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়ামুখী মোটরসাইকেলটি পেছন থেকে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাকিব নিহত হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/রতন/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এনজেল নূরের প্রথম অ্যালবাম ‘প্রাণ-ত’

নিজের জীবনের গল্পে সুর চড়ান এনজেল নূর। প্রথম মৌলিক গান ‘যদি আবার’ গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানের গল্প বলার ঢঙে জীবনকে সামনে এনেছেন তিনি।

এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। প্রাণ–ত শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করবেন তিনি। ‘কিছু কথা বাকি ছিল’সহ মোট সাতটি গান থাকবে। তবে ‘যদি আবার’ ও ‘তিল’ থাকবে না। অ্যালবামের নামকরণ নিয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণে কাছের, ফলে অ্যালবামের নাম প্রাণ–ত। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

এনজেল নূর

সম্পর্কিত নিবন্ধ