হাতীবান্ধায় ভাতিজার দায়ের কোপে চাচা খুন
Published: 27th, June 2025 GMT
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় আবু সামা (৬৬) নামে এক বৃদ্ধ নিহতের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু সামা ওই এলাকার মৃত জসিম উদ্দিন শেখের ছেলে। অভিযুক্ত ভাতিজা হাশেম ও তার সহযোগীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
সরেজমিন গিয়ে জানা যায়, বৃহস্পতিবার আবু সামা তার জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। এ সময় ট্রাক্টরটি ভাতিজা হাশেমের জমির ওপর দিয়ে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তখন বিষয়টি মীমাংসা করে দেন।
তবে পরদিন শুক্রবার পূর্ব নির্ধারিত আলোচনার জন্য আবু সামা ও তার ছেলে হাশেমের বাড়িতে গেলে, সেখানে তাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে আবু সামা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ইসমতারা বলেন, গত বৃহস্পতিবারের ঘটনায় আজ শুক্রবার হাশেমের বাড়িতে বসার কথা ছিল। সেখানে আবু সামা গেলে আলোচনা শুরু হওয়ার আগেই তাকে হাশেম ও তার ছেলে হামলা করে। এতে গুরুত্ব আহত অবস্থায় হাসপাতালে আনলে আবু সামা মারা যায়।
আবু সামার ছেলে বাদল বলেন, আমার বাবাকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। আমি তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে হাতীবান্ধা হাসপাতালে গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো