ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নিপীড়ন, যৌন হয়রানি ও একাধিক ধর্ষণের অভিযোগ উঠেছে। ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন করা হয়েছে। তবে অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।

ক্যারিবিয়ানভিত্তিক ক্রীড়াবিষয়ক টেলিভিশন চ্যানেল স্পোর্টসম্যাক্স টিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ক্রিকেটারের বাড়ি গায়ানায় এবং তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে খেলছেন।

অন্তত ১১ জন নারী, যাঁদের মধ্যে একজন কিশোরীও আছে, অভিযোগ করেছেন যে ওই ক্রিকেটারের মাধ্যমে তাঁদের কেউ যৌন নিপীড়ন, কেউ বিকৃত যৌনাচার আবার কেউ ধর্ষণের শিকার হয়েছেন। যদিও তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি।

আরও পড়ুনঅনাগত সন্তানের বাবা দাবি করে সনকে ব্ল্যাকমেল, দুজন গ্রেপ্তার১৫ মে ২০২৫

স্পোর্টসম্যাক্স টিভি আরও জানিয়েছে, অভিযুক্ত ক্রিকেটারকে রক্ষা করার জন্য বেশ কয়েকবার ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। টেলিভিশন চ্যানেলটি এ ব্যাপারে জানতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) সঙ্গেও যোগাযোগ করে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর সোয়ালো এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘটনা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ের যে রায় ঘোষণা করা হয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে।” খবর বিবিসির।

আরো পড়ুন:

বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের, প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত

হাসিনার মৃত্যুদণ্ড: সাভারে বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

“একজন কাছের প্রতিবেশি হিসেবে, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে। এ লক্ষ্য আমরা সবসময়, সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব।”

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ