আগে স্থানীয় নির্বাচন হলে কমিশনের বিশ্বাসযোগ্যতা ও দক্ষতা যাচাই হবে
Published: 27th, June 2025 GMT
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতা যাচাই করতে পারব। এই দুইটা কারণে আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত।’
শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের হাজি কুদরত উল্লাহ জামে মসজিদ কমপ্লেক্সে নূর ফাউন্ডেশন আয়োজিত অর্থসহ আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করা উচিত বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, ‘তাঁরা যদি সততার সঙ্গে দেশপ্রেম এবং দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে তাঁদের গলায় বিদায় হওয়ার পরে মানুষ ফুলের মালা দেবে। কিন্তু তারা যদি ব্যর্থ হয়, আল্লাহ না করুক, এই মবকে আমরা সাপোর্ট করি না, কিন্তু এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়ার আছে।’ নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা মনে করি মানসিকভাবে তাদের মজবুত থাকা উচিত। কারণ, জনগণ তাদের কাছে অনেক প্রত্যাশা করে। ইতিপূর্বেকার নির্বাচন কমিশন আর এবারকার নির্বাচন কমিশন এক জিনিস না। আগের কেয়ারটেকার সরকার আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক জিনিস না; সম্পূর্ণ ভিন্ন জিনিস। ইতিহাসের অত্যন্ত সম্মানিত পার্ট হওয়ার একটা বিশাল সুযোগ তাদের সামনে এসেছে, যদি সেই দায়িত্ব ইনসাফের ওপর দাঁড়িয়ে আদায় করতে পারে, আমরা তাদের কাছে সেইটাই চাইব।’
এর আগে নূর ফাউন্ডেশনের কো–চেয়ারম্যান মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে ও আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মিফতাহুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হাজি কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘বিভিন্ন সময়ে কূটনীতিকদের সঙ্গে আমাদের বসতে হচ্ছে। বৈঠকে তাঁরা আমাদের নানা প্রশ্ন করেন। তাঁরা জানতে চান, আমরা ক্ষমতায় গেলে পোশাক কোড কী হবে, মাইনরিটি ও নারীর অধিকার কী হবে। আমরা তাঁদের কোরআন মোতাবেক যতটুকু জানি, ততটুকু বলি।’
অনুষ্ঠান শেষে জামায়াতের আমির প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন র আম র সরক র
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘটনা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ের যে রায় ঘোষণা করা হয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে।” খবর বিবিসির।
আরো পড়ুন:
বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের, প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত
হাসিনার মৃত্যুদণ্ড: সাভারে বিএনপির আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
“একজন কাছের প্রতিবেশি হিসেবে, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে। এ লক্ষ্য আমরা সবসময়, সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব।”
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
ঢাকা/এসবি