দাউদকান্দিতে মেলায় যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
Published: 28th, June 2025 GMT
কুমিল্লার দাউদকান্দির ইটাখোলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঢাকা-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।
নিহত কিশোরের নাম জিসান আহমেদ (১৭)। সে দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় ছিল। তার বাড়ি উপজেলার চরকখোলা গ্রামে। সে কাওসার আহমেদের ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের সময় পেছনে থাকা একটি ব্যাটারিচালিত রিকশাও এসে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালকসহ তিনজনের মধ্যে এক আরোহী মারা যায় এবং চালক ও আরেক আরোহী আহত হন। ব্যাটারিচালিত রিকশায় থাকা একমাত্র যাত্রী ও চালক আহত হন। সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সাতজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত জিসানের চাচি জেসমিন আক্তার বলেন, জিসান তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে গৌরীপুর বাজারে শিল্প ও বাণিজ্য মেলায় যাচ্ছিল। যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ উদক ন দ
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ