হিলি সীমান্ত দিয়ে দুজনকে ফেরত দিল বিএসএফ
Published: 28th, June 2025 GMT
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন হোসেন (৩৮)ও সুমন হোসেন (২১) নামের দুই বাংলাদেশি যুবককে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার-সংলগ্ন রেল স্টেশনের পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে ওই দুই বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়।
বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার সৌরভ কুমার বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার অসিম কুমার মারাকের হাতে ওই যুবককে তুলে দেন।
অসিম কুমার মারাক জানিয়েছেন, দেশে ফেরা আল আমিন হোসেন ঢাকার সাভার উপজেলার আইচানোরাদ্দা গ্রামের এস এম ইব্রাহিম দুলালের ছেলে ও সুমন হোসেন দিনাজপুরের কোতোয়ালি থানাধীন মিশনরোড গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
তিনি আরো জানান, তাদের দুজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আল আমিন দেড় বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ও সুমন গতকাল দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। শুক্রবার দুপুরে ভারতের বালুরঘাট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
ঢাকা/মোসলেম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুখীরাম উরাং (২৫) নামের বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সুখীরামের বাড়ি কর্মধার মুরইছড়া বস্তি এলাকায়।
স্থানীয় লোকজনের বরাতে কুলাউড়া থানা-পুলিশ জানায়, সুখীরাম বেলা দেড়টার দিকে মুরইছড়া সীমান্তের ১ হাজার ৮৪৪ ও ১ হাজার ৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটি এলাকায় গরু চরাচ্ছিলেন। একপর্যায়ে বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পিঠে গুলি লাগলে রক্তক্ষরণ শুরু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গুলিবিদ্ধ হয়ে সুখীরাম মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুরইছড়া সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গলে অবস্থিত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করায় বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ মারা যেতে পারেন বলে তাঁরা ধারণা করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।