পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
Published: 4th, December 2025 GMT
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের সমসের নগরে ৮৪৬ নম্বর সীমানা পিলারের কাছে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহত সবুজ মিয়া ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, সবুজসহ কয়েকজন ব্যক্তি ভোরে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পার করার চেষ্টা করছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফের একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সবুজের সঙ্গীরা নিশ্চিত করেছেন যে, বিএসএফের ছোড়া গুলিতেই ঘটনাস্থলে সবুজ মিয়া মারা যান। তার সঙ্গীরা সেখান থেকে দ্রুত সরে যান।
এ ঘটনা প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান গ্রহণ করেছে। ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেছেন, “বিএসএফের এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছি। মরদেহ ফেরত আনার জন্য আজ (বৃহস্পতিবার) বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার সঠিক কারণ উদঘাটন এবং ভবিষ্যতে সীমান্তে এমন হত্যাকাণ্ড এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে।”
ঢাকা/সিপন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন দুই বাংলাদেশি যুবক। গত রবিবার (৩০ নভেম্বর) মধ্যরাতে তারা ভারতে প্রবেশ করে নিখোঁজ হন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “লোকমুখে শুনেছি, দুই বাংলাদেশি ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে।”
আরো পড়ুন:
ভারতে দুটি ট্রলারসহ ২৮ বাংলাদেশি জেলে আটক
বক্স অফিসে ধানুশ-কৃতির প্রেম কতটা জমেছে?
নিখোঁজরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাকা-শ্যামপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আব্দুল মমিন (২৯) ও একই ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকার মৃত মজিবুরের ছেলে ইব্রাহীম আলী (৩৮)।
এলাকাবাসী জানান, গত রবিবার মধ্যরাতে শিবগঞ্জের রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১০/৭ এসআর থেকে আনুমানিক ৪ কিলোমিটার ভারতের অভ্যন্তরে নিমতিতা এলাকায় কয়েকজন বাংলাদেশি গরু আনতে যান। এ সময় ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফ নিমতিতা ক্যাম্পের টহলদল তাদের ধাওয়া করে। তারা দৌঁড়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন। বিএসএফ সদস্যরা স্পিডবোট দিয়ে তাদের ধাওয়া করে।
এ ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি নিখোঁজ দুই যুককের পরিবারের সদস্যরা। তবে, তারা দাবি করেছেন, রবিবার মধ্যরাত থেকে মমিন ও ইব্রাহীমের খোঁজ পাওয়া যায়নি।
শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, “রবিবার রাতে কয়েকজন ভারতে গরু আনতে যান। বিএসএফ তাদের ধাওয়া করলে অন্যরা পালাতে পারলেও দুইজনকে আটক করা হয়। তাদের মারধর করে হাত-পা বেঁধে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। যারা পালিয়ে এসেছে, তাদের কাছ থেকে একথা শোনা যাচ্ছে।”
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “লোকমুখে শুনেছি, দুই বাংলাদেশি ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে। আমরা ঘটনাটি হেডকোয়াটারে জানিয়েছি। এ নিয়ে কোন তথ্য পেলে পরবর্তীতে জানানো হবে।”
ঢাকা/মেহেদী/মাসুদ