এনআরবিসি ব্যাংকে ক্রেডিট  রেটিং  সিস্টেম এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট টেকনিক বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৮ জুন) ট্রেনিং ইনস্টিটিউটে কর্মশালাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান। 

কর্মশালায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কবীর আহমেদ ও হারুনুর রশীদ,  ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তনুশ্রী মিত্র, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও চিফ রিস্ক অফিসার সিরাজুল আমিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

কর্মশালাটিতে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের কর্মকর্তারা অংশ নেন। 

কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড.

মো. তৌহিদুল আলম খান বলেন, ‘‘ব্যাংকের সম্পদের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে রাখতে কর্মকর্তাদের ক্রেডিট রেটিং এবং মূলধন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। ঋণ শৃঙ্খলা যথাযথ পরিপালনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন ঋণ বাড়াতে হবে। মানসম্পন্ন ঋণ যেমন ব্যাংকের মুনাফা নিশ্চিত করবে তেমনি মূলধনের উপর চাপ কমিয়ে টেকসই অগ্রগতিতে সহায়তা করবে।’’ 


 

ঢাকা/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সভা

এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার। সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্স এ তথ্য জানিয়েছে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার সভায় কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় কোম্পানির ব্যবসা ও সার্বিক সাফল্যের জন্য শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা কোম্পানির বিপণন ও ব্যবস্থাপনা দলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কোম্পানির ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। কোম্পানির বর্তমান পরিচালকদের এক-তৃতীয়াংশ অবসর গ্রহণ করেন এবং পুনর্নির্বাচিত হন। এ ছাড়া সভায় ২০২৫ সালের জন্য কোম্পানির নিরীক্ষক নিয়োগ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • এনআরবি ব্যাংকের ২টি নতুন পণ্য চালু
  • এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সভা