কিশোরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা
Published: 28th, June 2025 GMT
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে পাঁচ প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৮ জুন) দুপুরে জেলার কটিয়াদী, কুলিয়ারচর ও ভৈরবে এই আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, দুপুরে কটিয়াদী উপজেলা সদরের কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকার ভোজন রেস্টুরেন্টে অভিযান চালায় আদালত। অস্বাস্থ্যকর পরিবেশ এবং পঁচা মিষ্টি সংরক্ষণের দায়ে রেষ্টুরেন্টটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। কুলিয়ারচর উপজেলার জাকির ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে অগ্রিম উৎপাদনের তারিখ দেওয়ার অপরাধে এক লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারক।
ভৈরব উপজেলার উত্তর ভৈরবপুর এলাকার চাঁদনী বেকারিকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট সংরক্ষণের দায়ে এক লাখ টাকা, উত্তর ভৈরবপুর এলাকার বুশরা ফুড এন্ড বেভারেজকে নিবন্ধন ব্যতীত খাদ্য পণ্য উৎপাদনের দায়ে এক লাখ টাকা, ঘোড়াকান্দা এলাকার মালেক ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিবন্ধন ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা অর্থদণ্ড করেন বিচারক।
আরো পড়ুন:
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড
মাকে নির্যাতনের দায়ে ছেলের ২ বছরের কারাদণ্ড
এসময় অন্যদের মধ্যে কিশোরগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, জেলা পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/রুমন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক শ রগঞ জ এল ক র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।