গাজীপুরে গ্রিনল্যান্ড গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার ভেতরে চোর সন্দেহে হৃদয় মিয়া নামে এক যুবককে পেটানো হয়। সহকর্মীকে চোর সন্দেহে পেটানো হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে শনিবার দুপুরে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ওই কারখানার শ্রমিকরা। প্রায় ২ ঘণ্টা কোনাবাড়ী এলাকা অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, গত শুক্রবার রাত ৩টার দিকে গ্রিনল্যান্ড গার্মেন্টসের ভেতরে হৃদয় মিয়া নামে ওই যুবক ঢুকে পড়েন। পরে চোর সন্দেহে হাত-পা বেঁধে হৃদয়কে মারধর করে কর্তৃপক্ষ। শনিবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে কারখানার লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ভুক্তভোগী হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল থানার সাগরদিঘি এলাকার আবুল কালামের ছেলে।

যুবককে পেটানোর ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, আহত হৃদয় কারখানার শ্রমিক নন। গুজব ছড়িয়ে পড়লে ওই কারখানার শ্রমিকরা দুপুরের দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম রধর সড়ক অবর ধ অবর ধ

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের দাবিতে অবস্থান, পদযাত্রা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রা নিয়ে এগোতে থাকেন আন্দোলনরত শিক্ষকেরা।

পদযাত্রাটি হাইকোর্টের সামনের কদম ফোয়ারার কাছে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ের দিকে যায়। অন্যরা প্রেসক্লাবের সামনের সড়কের একপাশ অবরোধ করে অবস্থান নেন।

বেলা দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষকেরা প্রেসক্লাবের সামনের সড়কের একপাশে অবস্থান করছিলেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনের একপাশের সড়কে অবস্থান নেন। এ কারণে সড়কের এই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সম্পর্কিত নিবন্ধ