মেরিন ড্রাইভে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
Published: 29th, June 2025 GMT
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. পারভেজ মোশারফ (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ মোশারফ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসাইন বলেন, “পারভেজ মোশারফ মোটরসাইকেল চালিয়ে টেকনাফের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মাথাভাঙ্গা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।”
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর পারভেজকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার হচ্ছিলো। পথেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে জানতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
ঢাকা/তারেকুর/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘কুত্তা শাকিল’ গ্রেপ্তার
বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও ১০ মামলার আসামি শাকিল মাহমুদ ওরফে ‘কুত্তা শাকিল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গত রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল শাজাহানপুরের জোকা এলাকার আব্দুল জলিল কেরানীর ছেলে এবং বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি। তিনি আলোচিত ক্যাডার হত্যাসহ দেড় ডজন মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর সহযোগী।
আরো পড়ুন:
ইটনায় ইউএনওর বাসভবনে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১
প্রবাসীর পরিত্যক্ত ঘরে মিলল ৩০ হাতবোমা
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে শাকিল মাহমুদ ওরফে কুত্তা শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। শাকিলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারধর, চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, নারীর শ্লীলতাহানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে।’’
ঢাকা/এনাম/রাজীব