জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেম-এর তৃতীয় ও শেষ সিজনের চূড়ান্ত পর্বে চমকে দিলেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট। শেষ দৃশ্যে তাঁর রহস্যময় উপস্থিতি যেন ইঙ্গিত দিয়ে গেল–এটিই কী তবে নতুন খেলার শুরু? নেটফ্লিক্সে মুক্তির পর থেকে আলোচনার কেন্দ্রে রয়েছে এই চমকপ্রদ দৃশ্য। কোরিয়ার গণ্ডি পেরিয়ে এবার ক্যামেরা চলে যায় লস অ্যাঞ্জেলেসে। রাস্তায় এক ভবঘুরের সঙ্গে দেখা যায় দাজিকি খেলছেন কেট ব্লানচেট। 

ঠিক যেমনটা করতেন সিজন-১ এর কোরিয়ান রিক্রুটার গং ইউ। একই গেম, একই থাপ্পড়, শুধু বদলেছে মুখ, পরিবেশ; সম্ভবত নিয়তিও। ওটিটি বিশ্লেষকরা বলছেন, এ দৃশ্য কোনো সাধারণ ক্যামিও নয়। বরং এটি এক সম্ভাব্য আমেরিকান সংস্করণের ইঙ্গিত। কারণ, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমে ‘স্কুইড গেম: আমেরিকা’ শিরোনামে নতুন সিরিজ নিয়ে পরিকল্পনা চলছে বলে সংবাদ প্রকাশ করে। সেখানে জানা যায়, সিরিজটির চিত্রনাট্য লিখছেন ডেনিস কেলি। 

পরিচালনায় থাকতে পারেন ডেভিড ফিনচার, যিনি এর আগে কেট ব্লানচেটের সঙ্গে ‘দ্য কিউরিয়াস কেস অব বেনজামিন ব্রুটন’-এ কাজ করেছেন। স্কুইড গেমে কেট অভিনীত চরিত্রটির নাম বা ব্যাকস্টোরি প্রকাশ না করা হলেও তাঁর লুক, স্যুট পরা, আত্মবিশ্বাসী চেহারা ও রহস্যময় অভিব্যক্তি–সবই মিল রয়েছে পুরোনো রিক্রুটার চরিত্রের সঙ্গে। পাশাপাশি শেষ পর্বে ফ্রন্টম্যান ইন-হোর লস অ্যাঞ্জেলেস যাত্রা এবং মূল গেম স্টেশন ধ্বংসের সিদ্ধান্তও ইঙ্গিত দেয়, নতুন করে সব কিছু শুরু হতে চলেছে। নেটফ্লিক্স যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ও ডালাসে স্কুইড গেম-থিম পার্ক চালু এবং রিয়েলিটি শো ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’-এর সফলতা প্রমাণ করে, এই কনটেন্ট নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়। শেষ দৃশ্যে কেট ব্লানচেটের উপস্থিতি শুধু একটি টুইস্ট নয়, বরং একটি আন্তর্জাতিক বিস্তারের ঘোষণা। 

কোরিয়ার গণ্ডি পেরিয়ে এবার কি স্কুইড গেম আমেরিকায়? হয়তো, শুরু হচ্ছে নতুন এক খেলা–নতুন নিয়মে, নতুন শিকার নিয়ে। বলা যায় এটি শেষ নয়, শুরু মাত্র। কারণ স্কুইড গেম এবার কোরিয়ার গণ্ডি ছাড়িয়ে বিশ্বজয় করতে চলেছে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ