পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার বা ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দিয়েছে।

কোম্পানি দুইটি হলো- বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ।

রবিবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট: সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩১.

১৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল (৫.৮৮) টাকা। আর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (২৫.২০) টাকায়। 

কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২১ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স: সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৬.৬৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.০৪ টাকা। আর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১২৬.১১) টাকায়। 

কোম্পানিটির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৫ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানি দুটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

ঢাকা/এনটি/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ য় রহ ল ড র র জন য বছর র

এছাড়াও পড়ুন:

৪৭তম বিসিএসে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখক দেবে পিএসসি

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখক নিয়োগ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস-২০২৪ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসি গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেসব প্রতিবন্ধী প্রার্থীর পরীক্ষায় শ্রুতিলেখক প্রয়োজন, তাঁদের আগামী ২০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে হবে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় অফিস চলাকালে।

আবেদনের সঙ্গে অনলাইন আবেদনপত্র (BPSC Form-1), সাম্প্রতিক তোলা দুই কপি সত্যায়িত ছবি, সমাজসেবা অধিদপ্তরের সনদপত্রের সত্যায়িত কপি এবং সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধিতা সংক্রান্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। সিভিল সার্জন এ প্রত্যয়নপত্র দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তায় বা নিজ দায়িত্বে প্রার্থীকে পরীক্ষা করে।

পিএসসি সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না। পরীক্ষায় শুধুমাত্র পিএসসি অনুমোদিত শ্রুতিলেখক ব্যবহার করা যাবে।

এক নজরে

পরীক্ষা: ৪৭তম বিসিএস-২০২৪ প্রিলিমিনারি

পরীক্ষার তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৫

শ্রুতিলেখক চাহিদা জানিয়ে আবেদন করার শেষ সময়: ২০ আগস্ট ২০২৫

আবেদনের ঠিকানা: পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), পিএসসি সচিবালয়, আগারগাঁও, ঢাকা

প্রয়োজনীয় কাগজপত্র: অনলাইন আবেদনপত্র, ২ কপি ছবি, সমাজসেবা অধিদপ্তরের সনদ, সিভিল সার্জনের প্রত্যয়নপত্র

সম্পর্কিত নিবন্ধ

  • ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না তিন মিউচ্যুয়াল ফান্ড
  • শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি, পাবেন স্নাতক শিক্ষার্থীরা
  • ২ কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয়
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
  • ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি এইচএসসি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেবে
  • ঋণ ৭০০ কোটি টাকা, ফেরত সামান্যই
  • নিরাপদ ও টেকসই ভবিষ্যতের জন্য দায়বদ্ধ সিটি ব্যাংক
  • ১২ দিনে প্রবাসী আয় এসেছে ১ বিলিয়ন ডলারের বেশি
  • গণ–অভ্যুত্থানের পরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আমাদের প্রেরণা জুগিয়েছিল: অধ্যাপক ইউনূস
  • ৪৭তম বিসিএসে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখক দেবে পিএসসি