মুরাদনগরের ঘটনার প্রতিবাদে তারকারা কে কী লিখলেন
Published: 29th, June 2025 GMT
কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে দরজা ভেঙে এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। ভয়ংকর সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেট দুনিয়ায় চলছে তীব্র প্রতিক্রিয়া, প্রতিবাদ আর ধিক্কার।
এই বিভৎস ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। একের পর এক তারকা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর লিখেছেন, "দেশের প্রতিটি মানুষ যেনো শান্তিতে বসবাস করতে পারে। প্রতিটি নারী যেনো নিরাপদে চলাফেরা করতে পারে। প্রতিটি অন্যায়ের সঠিক বিচার হোক। আর প্রতিটি ধর্ষকের হোক ফাঁসি। মুরাদনগরের ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।"
অভিনেত্রী তমা মির্জা ক্ষোভ ঝেড়ে লিখেছেন, "মুরাদনগর, কুমিল্লা! বিভৎসতা! লজ্জা!"
অভিনেত্রী মৌসুমী হামিদের পোস্টে উঠে আসে হতাশা ও অসহায়তা, "মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ থাকবে না, খুব শিগগিরই।"
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি হ্যাশট্যাগ দিয়ে আহ্বান জানিয়েছেন সচেতনতায়, #ধর্ষণকে_না_বলুন #এর_বিরুদ্ধে_রুখে_দাঁড়ান #নীরবতাই_সমর্থন #ধর্ষণ_বন্ধ_করুন
নুসরাত ফারিয়া এক বাক্যে প্রতিবাদ জানিয়েছেন-
"Stop Rape.
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর মন্তব্য আরও গভীর,
"বিবস্ত্র বাংলাদেশ।"
অভিনেতা জিয়াউল রোশান একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেছেন, "ধর্ষকদের একটাই শাস্তি-জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল বা ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়। শুধু চাই, তাদের যেনো আর কোনো নারীকে ছোঁয়ার সুযোগ না থাকে।"
অভিনেতা আরশ খান লিখেছেন, "কাপুরুষত্ব যখন চরমে পৌঁছায়, তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্মপরিচয়হীন না হলে একজন নারীর সঙ্গে এমন পাশবিক আচরণ করা সম্ভব না। একবার জারজ সবসময়ই জারজ থাকে।"
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত শিমুল শার্মার প্রতিবাদ ছিল কবিতা,
"কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।"
অভিনেতা সাইদুর রহমান পাভেল ফেসবুক লাইভে এসে বললেন, "ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিন। ওদের বাঁচিয়ে রাখার কোনো মানে নেই। দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এখন মনে হচ্ছে ভুল করছি, ভুল করেছে সবাই।"
উৎস: Samakal
কীওয়ার্ড: ম র দনগর ম র দনগর ঘটন র
এছাড়াও পড়ুন:
লালবাগে ছারপোকা মারার ওষুধের গ্যাসের প্রভাবে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর লালবাগের শহীদনগরে বাসায় ছারপোকা মারার ওষুধের বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় জীবন হোসেন (৪০) নামে একজন ভাঙারি ব্যবসায়ী মারা গেছেন।
পারিবারিক সূত্র জানায়, জীবন হোসেন সপরিবার শহীদনগরে জে এস রোডে একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল বুধবার বাসার সব কক্ষে ছারপোকার ওষুধ দিয়ে ব্যবসার কাজে বেরিয়ে পড়েন জীবন। এ সময় পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বাসায় যান।
রাতে বাসায় ফিরে জীবন নিজ কক্ষের দরজা–জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্বজনেরা এসে তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে জীবনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, জীবনকে অচেতন অবস্থায় বেলা সোয়া একটার দিকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়।
জীবনের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাকিয়া পাড়ায়।