বগুড়ায় তিন দিন ধরে নিখোঁজ যুবকের লাশ ভাসছিল লেকে
Published: 29th, June 2025 GMT
বগুড়ায় নিখোঁজের তিন দিন পর এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্টেশন বোট ক্লাবের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম হাসিন রাইহান ওরফে সৌমিক (৩০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার কোহিনূর গার্ডেনের বাসিন্দা তৌফিকুর রহমানের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি জেলার সোনাতলা উপজেলার আগুনাতাইড় গ্রামে।
গত বৃহস্পতিবার রাত থেকে হাসিন রাইহান নিখোঁজ ছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসিন রাইহান নিখোঁজের ঘটনায় গত শুক্রবার তাঁর বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাঁর সন্ধান চেয়ে থানায় বার্তা পাঠানো হয়েছিল। আজ সকাল সোয়া ৯টার দিকে মাঝিড়া ক্যান্টনমেন্টের বি-ব্লক এলাকার স্টেশন বোট ক্লাবের লেকে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে হাসিন রাইহানের স্বজনেরা লাশ দেখে পরিচয় নিশ্চিত করেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এখন পর্যন্ত হত্যার কোনো আলামতও মেলেনি।
হাসিনের মা আনজুমান আরা প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর ছেলে। বগুড়ায় তাঁর তেমন কোনো বন্ধু নেই। স্মার্টফোন বা ফেসবুক আইডিও নেই। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে হাঁটতে বের হন। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর কাছে থাকা বাটন ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। আত্মীয়স্বজন, পরিচিতজনদের কাছে খোঁজ করেও না পাওয়ায় সদর থানায় জিডি করা হয়।
সদর থানার ওসি হাসান বাসির প্রথম আলোকে বলেন, হাসিনের নিখোঁজের ঘটনায় তাঁর বাবা থানায় জিডি করলে সন্ধান চেয়ে থানায় থানায় বার্তা পাঠানো হয়। তিন দিনের মাথায় তাঁর লাশ উদ্ধার হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরি
শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছিল প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হন।
গতকাল বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটে। পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন ভক্তরা। একে অপরের মুখে সিঁদুর মেখে উল্লাসে মাতেন সনাতনীরা। দুর্গোৎসবের আনন্দ ছুঁয়ে গেছে অভিনেত্রী পূজা চেরিকেও। গতকাল সিঁদুর খেলায় অংশ নেন তিনি।
আরো পড়ুন:
‘সবাই ধরে নেয় আমি ঋষি কাপুরের অবৈধ মেয়ে’
সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?
পূজামণ্ডপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পূজা চেরি। এ সময় জানতে চাওয়া হয়, বিজয়া দশমীর দিনে দেবী দুর্গার কাছে কী চাইলেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দুর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ আমরা সবাই চেয়ে বেড়াই কিন্তু মাকে একটু জিজ্ঞেস করি না যে, ‘মা তুমি কেমন আছো?”
ব্যক্তিগত জীবনে পূজা চেরি এখনো একা। ফলে তার বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, “এখানে একজন সিঁদুর আমার গালে লাগিয়ে দিচ্ছিল, তখন তারা বলল, ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো’।” এ কথা বলে একটু হাসি মুখে পূজা বলেন, “দেখ যাক কী হয়! চিন্তার বিষয় চিন্তা করে দেখি।”
পূজা চেরি শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।
ঢাকা/শান্ত