মাকে বাঁচাতে গিয়েছিলেন ছেলে, প্রাণ গেল দুজনেরই
Published: 29th, June 2025 GMT
মা ফাতেমাতুজ জোহরাকে (৬২) চিকিৎসক দেখিয়ে ফিরছিলেন একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ হাফেজুল ইসলাম (৪২)। পথে রেলক্রসিংয়ে রেলগেট পড়লে অটোরিকশার চালক সংকেত অমান্য করে পাশের রাস্তা দিয়ে পার হয়ে যেতে চেয়েছিলেন। রেললাইনের ওপর অটোরিকশাটি আটকে যায়। অল্প দূরে ট্রেন দেখে অটোরিকশা থেকে নেমে পড়েছিলেন হাফেজুল। পেরিয়েও গিয়েছিলেন রেললাইন। কিন্তু মাকে বাঁচাতে ফিরে আসেন তিনি। আর এ সময় ট্রেনটি অটোরিকশাসহ তাঁদের দুজনকে ধাক্কা দেয়। মৃত্যু হয় মা, ছেলে দুজনেরই।
গতকাল শনিবার রাতে ফেনী শহরের রেলগেট গোডাউন কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ছেলে হাফেজুলের মৃত্যু হয়। গুরতর আহত মা ফাতেমাতুজ জোহরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল রাত ১২টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে নোয়াখালী থেকে ফেনীর পাঠাননগর এলাকায় ফিরছিলেন মা-ছেলে। রেলগেট গোডাউন কোয়ার্টার এলাকায় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি সিগন্যাল অমান্য করে দ্রুত পার হওয়ার জন্য রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী চট্টলা এক্সপ্রেস ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
গোডাউন কোয়ার্টার রেলগেটের গেটম্যান মোহাম্মদ বাবু বলেন, ‘রেলস্টেশন থেকে নির্দেশনা পেয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেন গোডাউন কোয়ার্টার এলাকা অতিক্রম করার জন্য আমি গেট বন্ধ করি। নির্দেশনা অমান্য করে রং সাইড দিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করলে একটি সিএনজিচালিত অটোরিকশা রেললাইনের ওপর আটকে যায়। বারবার সরাতে চেষ্টা করেও ব্যর্থ হই। একপর্যায়ে ট্রেনটিকে লাল সিগন্যাল দিয়ে থামাতে চাইলেও কম দূরত্বের কারণে থামানো সম্ভব হয়নি। অটোরিকশায় থাকা দুই যাত্রী নামার চেষ্টা করলেও মাকে বাঁচাতে গিয়ে ছেলে আহত হন। পরে সিএনজিচালিত অটোরিকশার চালককে ধরে পুলিশে হস্তান্তর করা হয়।’
ছেলের পর মৃত্যু হলো গুরুতর আহত মা ফাতেমাতুজ জোহারারও.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫