এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়ার মিলনমেলা
Published: 29th, June 2025 GMT
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়ার’- অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ জুন এআইইউবি’র ৩০ বছর পূর্তিতে সিডনির পুলম্যান হোটেলে এক জাঁকজমকপূর্ণ এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা এবং পার্থসহ বিভিন্ন শহর থেকে এআইইউবি’র প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সদস্য এবং অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চ্যান্সেলর ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড.
বক্তব্যে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের তিন দশকের উন্নয়ন, আন্তর্জাতিক পরিমন্ডলে এআইইউবি’র অবদান ও অর্জনের কথা তুলে ধরেন।
প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, এআইইউবি তাদের পেশাগত জীবন ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, নৈশভোজ এবং অংশগ্রহণকারী অ্যালামনাইদের সম্মাননা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এআইইউবিতে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে দিনব্যাপী সম্মেলন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগের উদ্যোগে এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে স্নাতক, স্নাতকোত্তর (এমএ, এমফিল) ও পিএইচডি পর্যায়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের মোট ১৮৪ জন শিক্ষার্থী অংশ নেন। সম্মেলনে ভাষা ও সাহিত্য—দুটি বিভাগে সেরা ৮টি প্রবন্ধকে ‘স্পেশাল মেনশন’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
সম্প্রতি রাজধানীতে এআইইউবি ক্যাম্পাসে ‘ডিসকভার ইংলিশ ২০২৫: স্টুডেন্ট কনফারেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল, এ কনফারেন্স বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এআইইউবির ইংরেজি বিভাগের প্রধান এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মো. হামিদুল হক এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা সৈয়দুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের পিএইচডি প্রার্থী মোহাম্মদ মসিউর রহমান।
সমাপনী অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম প্রধান অতিথি এবং সহ–উপাচার্য আবদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠান শেষে ছিল এআইইউবির শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনা।