বন্দরে তালিকাভূক্ত মাদক কারবারির ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে  ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রি নগদ ৩১৪০ টাকা উদ্ধার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়  কুখ্যাত মাদক ব্যবসায়ী রমজান।

পলাতক মাদক ব্যবসায়ী রমজান বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার মাদক সম্রাট হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে।

গত শনিবার (২৮ জুন) রাতে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানীস্থ জনৈক রইসউদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক বিক্রি টাকা জব্দ করতে সক্ষম হয় ।

মাদক উদ্ধারের ঘটনায় এসআই হুমায়ন বাদী হয়ে রোববার (২৯ জুন)  পলাতক মাদক কারবারি রমজানকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে।

থানা পুলিশ জানিয়েছে, পলাতক মাদক ব্যবসায়ী রমজান দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রইসউদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালালে মাদক ব্যবসায়ী  রমজান পুলিশের উপস্থিতি টের পেয়ে  কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে পুলিশ তার বসত ঘর তল্লাশি করে উল্লেখিত গাঁজা উদ্ধার  ও মাদক বিক্রি নগদ টাকা জব্দ করতে সক্ষম হয়।   পলাতক মাদক ব্যবসায়ী রমজানকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।   
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ রমজ ন

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ