মুরাদনগরে নারীকে ধর্ষণ-নিগ্রহের ঘটনায় দোষীদের শাস্তির দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
Published: 29th, June 2025 GMT
কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিগ্রহের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এই দাবি জানান।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে, এমন ঘটনা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নারীদের অধিকতর নিরাপত্তাহীনতায় ফেলবে, যা স্বাভাবিক জীবনযাপনের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের পৈশাচিক ঘটনার যথাযথ বিচার নিশ্চিত না হলে আইনের প্রতি মানুষ আস্থা ও বিশ্বাস হারাবে, যা দেশ ও জাতির জন্য অশনিসংকেত।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে, এ ঘটনায় দ্রুত ও যথাযথ তদন্ত সম্পূর্ণ করতে হবে। ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে হবে।
ঘটনার বর্ণনা দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগরে ফজর আলী ঘরের দরজা ভেঙে ‘জোরপূর্বক ধর্ষণ’ করে। ভুক্তভোগীর আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে। পরবর্তী সময়ে ওই নারীর ওপর অমানবিক ও পাশবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যু
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বাখরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এই দুজন হলেন বাখরাবাদ গ্রামের তপন চন্দ্র সরকার (৫০) ও পলাশ চক্রবর্তী (৩৮)।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, বুধবার ভোরে তপন ও পলাশ স্পিরিট–জাতীয় বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাঁদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। তপনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে বিকেলে বাঙ্গরা বাজার থানা-পুলিশ রামচন্দ্রপুর মহাশ্মশান থেকে পলাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তপনের মরদেহ সৎকার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বুধবার রাতে বলেন, প্রাথমিকভাবে তারা জেনেছেন মদজাতীয় কিছু পান করে তাঁদের মৃত্যু হয়েছে। পলাশের লাশ উদ্ধার করা হয়েছে, তবে তপনের মরদেহ সৎকার হয়ে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার পলাশের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।