ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চলমান দুর্নীতির মামলার বিষয়ে দেশটির রাষ্ট্রীয় কৌঁসুলিদের ওপর তীব্র ভাষায় আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই বিচারপ্রক্রিয়াকে ‘পাগলামি’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে দেশটির বিচারব্যবস্থায় যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার প্রসঙ্গও টেনে এনেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

গত শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এ মামলার ফলে গাজায় হামাসের সঙ্গে শান্তি আলোচনায় নেতানিয়াহুর সক্ষমতা দুর্বল হচ্ছে এবং ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা সামাল দেওয়ার বিষয়টি উপেক্ষিত হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘লাগামহীন কৌঁসুলিরা বিবি নেতানিয়াহুর সঙ্গে যা করছেন, তা পাগলামি।’ নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও উল্লেখ করেন তিনি। বেনিয়ামিন নেতানিয়াহুকে তাঁর ডাকনাম বিবি নেতানিয়াহু বলে সম্বোধন করে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লেখেন, ‘ইসরায়েলকে রক্ষা ও সহায়তা দিতে আমেরিকা প্রতিবছর শত শত কোটি ডলার ব্যয় করে। আমরা এটা (নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা ঘিরে চলমান কর্মকাণ্ড) বরদাশত করব না।’

২০২০ সালে শুরু হওয়া দুর্নীতির মামলায় আগামী সোমবার নেতানিয়াহুকে আদালতে জেরার কথা ছিল। কিন্তু রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত এ শুনানি পিছিয়ে দিয়েছেন।

এর আগে নেতানিয়াহুর আইনজীবীরা ইরানের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ টেনে শুনানি দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু আদালত গত শুক্রবার সেই আবেদন খারিজ করে দেন।

পরিস্থিতির সুযোগ নিচ্ছেন নেতানিয়াহুদুর্নীতি মামলার বিচারের শুনানিতে বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবের জেলা আদালতে, ১৬ ডিসেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ

কলকাতায় বিশেষ এক অনুষ্ঠানে মুখোমুখি হলেন দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসি। দুজনের করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।

বর্তমানে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’–এর অংশ হিসেবে ভারতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আজ শনিবার কলকাতা সফরে এসে তিনি অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। সেখানেই ঘটে যায় ভক্তদের জন্য বাড়তি চমক—মেসির সঙ্গে সাক্ষাৎ হয় শাহরুখ খানের।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহরুখ প্রথমে করমর্দন করেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের সঙ্গে। এরপর এগিয়ে যান মেসির দিকে। দুজন হাত মেলান, কথা বলেন আর ছবি তোলেন। সেই সময় মেসি আলাদাভাবে ছবি তোলেন আব্রামের সঙ্গেও। পুরো অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় সাদা টি-শার্টের ওপর হলুদ কার্ডিগানে—চিরচেনা স্টাইলিশ লুকে।

মেসি, সুয়ারেজ, শাহরুখ ও আব্রাম। এক্স থেকে

সম্পর্কিত নিবন্ধ