সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
Published: 30th, June 2025 GMT
সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স এবং চকলেট জব্দ করেছে বিজিবি।
সোমবার (৩০ জুন) ভোরের দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আরো পড়ুন:
কুমিল্লায় এক বছরে ১১ কোটি টাকার মাদক জব্দ
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১৩
বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় তারা ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী ও ২০ হাজার ১২০ পিস চকলেট জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো.
লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পরিত্যক্ত গুদাম থেকে ভারতীয় শাড়ির চালান জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
ঢাকা/মনোয়ার/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ন মগঞ জ
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো