বাংলাদেশে ধর্ষণ যেন অপ্রতিরোধ্য অপরাধে পরিণত। গত মার্চে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের বিরুদ্ধে রাজধানীসহ দেশব্যাপী সংঘটিত প্রবল প্রতিবাদের রেশ না কাটিতেই গত বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে একজন হিন্দু নারী ধর্ষণের শিকার হইলেন। শুধু উহাই নহে; রবিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এক বিবৃতিতে জানাইয়াছে, চলতি বৎসরের জানুয়ারি হইতে মে মাস পর্যন্ত দেশে ৩৮৩টি ধর্ষণের ঘটনা ঘটিয়াছে; যাহার অর্ধেকেরও বেশি ক্ষেত্রে ভুক্তভোগীর বয়স ১৮ বৎসরের কম। বলা যায়, অত্যন্ত কঠোর আইন, নারী অধিকার সংগঠন, মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের প্রতিবাদ, সংবাদমাধ্যমের আধেয়– কোনো কিছুই ধর্ষণকারীর দৌরাত্ম্য বন্ধে যথেষ্ট নহে বলিয়া প্রমাণিত। দেশের সর্বত্র বিভিন্ন বয়সী নারী ধর্ষণের শিকার হইতেছেন। কখনও কখনও অবিশ্বাস্য রকমের পাশবিক কায়দায় এই জঘন্য অপরাধটি ঘটিতেছে। ইহার পরিপ্রেক্ষিতে যখন সমগ্র দেশে ধর্ষণবিরোধী প্রতিবাদ জাগিয়া উঠে তখন কর্তৃপক্ষেরও চৈতন্যোদয় হয়। সংশ্লিষ্ট অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। কিন্তু ধর্ষণপ্রবণতা সংক্রামক ব্যাধির ন্যায় ক্রমবর্ধমান।

অতীতে দেখা গিয়াছে, যখনই কোনো ধর্ষণের ঘটনার পর জনপরিসরে জোর প্রতিবাদ চলিত, তখনই সরকারের ঊর্ধতন ব্যক্তিবর্গ ন্যায়বিচারের প্রতিশ্রুতি লইয়া জনসমক্ষে আসেন। কিন্তু প্রতিবাদ থামিয়া গেলে সকল কিছুই চাপা পড়িয়া যায়। পরিস্থিতি রহিয়া যায় তথৈবচ। বর্তমান সরকারও মুরাদনগরের ঘটনায় দ্রুত বিচারের আশ্বাস দিয়াছে। হয়তো আছিয়াকাণ্ডের ন্যায় উক্ত ঘটনারও নিম্ন আদালতে বিচার দ্রুত হইবে। কিন্তু শাস্তি কার্যকর হইতে কতকাল লাগিবে, তাহা কেহ বলিতে পারে না। বিচারের এই দীর্ঘ প্রক্রিয়া লইয়া অতীতে যদ্রূপ কাজ হয় নাই, এখনও তাহা দৃশ্যমান নহে। অথচ এই জন্য একদিকে বিচারের বাণী নীরবে ক্রন্দনরত, অন্যদিকে ভুক্তভোগীরা আইনের আশ্রয় গ্রহণে অনিচ্ছুক হইয়া উঠে। আলোচ্য ঘটনায় ভুক্তভোগী নারী ও তাঁহার পরিবার যে মামলা করিবার পরও তাহা তুলিয়া লইবার কথা বলিতেছেন, তাহার কারণ যে এইখানে নাই– কে বলিতে পারে! উপরন্তু সোমবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে যদ্রূপ বলা হইয়াছে, ভুক্তভোগী নারীর পিতা বলিয়াছেন, সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক ও সামাজিক প্রভাব এতটাই যে, তাহারা মামলা চালাইতে উৎসাহ বোধ করিতেছেন না। প্রসঙ্গত, ইতোপূর্বে বিভিন্ন জরিপে দেখা গিয়াছে, অধিকাংশ ধর্ষণের ঘটনায় কোনো মামলা হয় না। ফলে দেশে ৯৯ শতাংশের বেশি মামলায় অপরাধীরা শাস্তির বাহিরে থাকিয়া যায়। ন্যায়বিচারের এহেন দুরবস্থার মধ্যে যেইখানে সচেতন মানুষেরও আইন-আদালত সম্পর্কে হতাশ হইবার কথা, সেইখানে সমাজের দুর্বল ও অসহায় ভুক্তভোগীদের কী অবস্থা হইতে পারে, তাহা ব্যাখ্যার প্রয়োজন নাই।

ধর্ষণের ন্যায় অপরাধের বাড়বাড়ন্তের জন্য অপরাধীদের প্রতি রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় যে বহুলাংশে দায়ী– তাহা অতীতে আমরা বলিয়াছি; আলোচ্য ক্ষেত্রেও উহা স্পষ্ট। অথচ অন্তত বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় এমনটা হইবার কথা ছিল না। শুধু উহাই নহে; দুর্ভাগ্যবশত, অপরাধীর রাজনৈতিক সংশ্লিষ্টতা লইয়া বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অতীতের ন্যায় বাগ্‌বিতণ্ডাও পরিলক্ষিত হইতেছে। এমতাবস্থায় অপরাধী ধরা পড়িবার পরও ন্যায়বিচার যে কঠিন, তাহা অনুমানে বিশেষজ্ঞ হইবার প্রয়োজন নাই। ধর্ষণ, নারী-শিশু নির্যাতনসহ সকল প্রকার অপরাধবৃত্তি দমনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সরকারের দায়িত্ব। আমাদের বিশ্বাস, আলোচ্য ঘটনায়ও সরকার উক্ত দায়িত্ব যথাযথ পালন করিবে। কিন্তু এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকেও সিদ্ধান্ত গ্রহণ করিতে হইবে– অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় প্রদান করা হইবে না। সমাজের সচেতন নাগরিকদেরও এই সকল ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চকণ্ঠ থাকিতে হইবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত ক অপর ধ সরক র ঘটন য় র ঘটন

এছাড়াও পড়ুন:

সিনেটে ‘বিগ, বিউটিফুল বিল’ নিয়ে বিতর্ক শুরু

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৯৪০ পৃষ্ঠার ‘বিগ, বিউটিফুল বিল’ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিলে করছাড় এবং স্বাস্থ্যসেবা ও খাদ্য কর্মসূচিতে ব্যাপক কাটছাঁটের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় সময় গত রোববার রাতে এই অধিবেশন চলে। নিরপেক্ষ কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) জানায়, বিলটি এক দশকে মার্কিন ঋণ ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার বাড়িয়ে দেবে।

সিবিও আরও জানিয়েছে, বিলটি আইনে পরিণত হলে ২০৩৪ সালের মধ্যে আরও ১ কোটি ১৮ লাখ মার্কিন নাগরিক স্বাস্থ্যবীমার আওতার বাইরে চলে যাবে। তবে রিপাবলিকান নেতারা সিবিওর অনুমান প্রত্যাখ্যান করেছেন। তারা আগামী শুক্রবারের (স্বাধীনতা দিবস) মধ্যে এই বিল পাস করাতে চান। সে পর্যন্ত যেতে বিলটিকে আরও কয়েকটি ধাপ পাড়ি দিতে হবে। দুই কক্ষ বিলের একই সংস্করণে একমত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট সই করতে পারবেন না।

শনিবার রাতে পদ্ধতিগত ভোটে বিলটি পাস করার জন্য তারা প্রায় পর্যাপ্ত সমর্থন পেয়েছিলেন। কিছু রিপাবলিকান বিরোধিতা করেছিলেন। ট্রাম্পের ফোনকল ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর এই আইনটি এগিয়ে রাখতে সাহায্য করেছিল।

নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর থম টিলিস শনিবার বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছেন, মেডিকেইড-এ (স্বল্প আয়ের মানুষের জন্য স্বাস্থ্য সহায়তা) ব্যাপক কাটছাঁটের কারণে বিলটির পক্ষে ভোট দেননি। তবে পুনঃভোট হলে আর না ভোটে অংশ নেবেন না। কারণ, না ভোটের প্রতিশোধ হিসেবে প্রাইমারিতে তাঁর প্রতিদ্বন্দ্বীকে সমর্থন করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, ‘দারুণ খবর! সিনেটর থম টিলিস পুনর্নির্বাচনের জন্য লড়বেন না।’

অন্যান্য সিনেট রিপাবলিকানরা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রক্ষণশীলদের সঙ্গে আরও বেশি কাটছাঁটের জন্য চাপ দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, ‘মনে রাখবেন, আপনাদের আবার নির্বাচিত হতে হবে। খুব বেশি পাগল হয়ে যাবেন না!’

সিনেটররা চাইলে বিলে সংশোধনী আনতে পারেন। বিলটি আইনে পরিণত হলে ফেডারেল কর কমবে, সামরিক ও সীমান্ত নিরাপত্তা ব্যয় বাড়বে।

সম্পর্কিত নিবন্ধ