বাংলাদেশে ধর্ষণ যেন অপ্রতিরোধ্য অপরাধে পরিণত। গত মার্চে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের বিরুদ্ধে রাজধানীসহ দেশব্যাপী সংঘটিত প্রবল প্রতিবাদের রেশ না কাটিতেই গত বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে একজন হিন্দু নারী ধর্ষণের শিকার হইলেন। শুধু উহাই নহে; রবিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এক বিবৃতিতে জানাইয়াছে, চলতি বৎসরের জানুয়ারি হইতে মে মাস পর্যন্ত দেশে ৩৮৩টি ধর্ষণের ঘটনা ঘটিয়াছে; যাহার অর্ধেকেরও বেশি ক্ষেত্রে ভুক্তভোগীর বয়স ১৮ বৎসরের কম। বলা যায়, অত্যন্ত কঠোর আইন, নারী অধিকার সংগঠন, মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের প্রতিবাদ, সংবাদমাধ্যমের আধেয়– কোনো কিছুই ধর্ষণকারীর দৌরাত্ম্য বন্ধে যথেষ্ট নহে বলিয়া প্রমাণিত। দেশের সর্বত্র বিভিন্ন বয়সী নারী ধর্ষণের শিকার হইতেছেন। কখনও কখনও অবিশ্বাস্য রকমের পাশবিক কায়দায় এই জঘন্য অপরাধটি ঘটিতেছে। ইহার পরিপ্রেক্ষিতে যখন সমগ্র দেশে ধর্ষণবিরোধী প্রতিবাদ জাগিয়া উঠে তখন কর্তৃপক্ষেরও চৈতন্যোদয় হয়। সংশ্লিষ্ট অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। কিন্তু ধর্ষণপ্রবণতা সংক্রামক ব্যাধির ন্যায় ক্রমবর্ধমান।

অতীতে দেখা গিয়াছে, যখনই কোনো ধর্ষণের ঘটনার পর জনপরিসরে জোর প্রতিবাদ চলিত, তখনই সরকারের ঊর্ধতন ব্যক্তিবর্গ ন্যায়বিচারের প্রতিশ্রুতি লইয়া জনসমক্ষে আসেন। কিন্তু প্রতিবাদ থামিয়া গেলে সকল কিছুই চাপা পড়িয়া যায়। পরিস্থিতি রহিয়া যায় তথৈবচ। বর্তমান সরকারও মুরাদনগরের ঘটনায় দ্রুত বিচারের আশ্বাস দিয়াছে। হয়তো আছিয়াকাণ্ডের ন্যায় উক্ত ঘটনারও নিম্ন আদালতে বিচার দ্রুত হইবে। কিন্তু শাস্তি কার্যকর হইতে কতকাল লাগিবে, তাহা কেহ বলিতে পারে না। বিচারের এই দীর্ঘ প্রক্রিয়া লইয়া অতীতে যদ্রূপ কাজ হয় নাই, এখনও তাহা দৃশ্যমান নহে। অথচ এই জন্য একদিকে বিচারের বাণী নীরবে ক্রন্দনরত, অন্যদিকে ভুক্তভোগীরা আইনের আশ্রয় গ্রহণে অনিচ্ছুক হইয়া উঠে। আলোচ্য ঘটনায় ভুক্তভোগী নারী ও তাঁহার পরিবার যে মামলা করিবার পরও তাহা তুলিয়া লইবার কথা বলিতেছেন, তাহার কারণ যে এইখানে নাই– কে বলিতে পারে! উপরন্তু সোমবার প্রকাশিত সমকালের প্রতিবেদনে যদ্রূপ বলা হইয়াছে, ভুক্তভোগী নারীর পিতা বলিয়াছেন, সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক ও সামাজিক প্রভাব এতটাই যে, তাহারা মামলা চালাইতে উৎসাহ বোধ করিতেছেন না। প্রসঙ্গত, ইতোপূর্বে বিভিন্ন জরিপে দেখা গিয়াছে, অধিকাংশ ধর্ষণের ঘটনায় কোনো মামলা হয় না। ফলে দেশে ৯৯ শতাংশের বেশি মামলায় অপরাধীরা শাস্তির বাহিরে থাকিয়া যায়। ন্যায়বিচারের এহেন দুরবস্থার মধ্যে যেইখানে সচেতন মানুষেরও আইন-আদালত সম্পর্কে হতাশ হইবার কথা, সেইখানে সমাজের দুর্বল ও অসহায় ভুক্তভোগীদের কী অবস্থা হইতে পারে, তাহা ব্যাখ্যার প্রয়োজন নাই।

ধর্ষণের ন্যায় অপরাধের বাড়বাড়ন্তের জন্য অপরাধীদের প্রতি রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় যে বহুলাংশে দায়ী– তাহা অতীতে আমরা বলিয়াছি; আলোচ্য ক্ষেত্রেও উহা স্পষ্ট। অথচ অন্তত বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় এমনটা হইবার কথা ছিল না। শুধু উহাই নহে; দুর্ভাগ্যবশত, অপরাধীর রাজনৈতিক সংশ্লিষ্টতা লইয়া বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অতীতের ন্যায় বাগ্‌বিতণ্ডাও পরিলক্ষিত হইতেছে। এমতাবস্থায় অপরাধী ধরা পড়িবার পরও ন্যায়বিচার যে কঠিন, তাহা অনুমানে বিশেষজ্ঞ হইবার প্রয়োজন নাই। ধর্ষণ, নারী-শিশু নির্যাতনসহ সকল প্রকার অপরাধবৃত্তি দমনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সরকারের দায়িত্ব। আমাদের বিশ্বাস, আলোচ্য ঘটনায়ও সরকার উক্ত দায়িত্ব যথাযথ পালন করিবে। কিন্তু এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকেও সিদ্ধান্ত গ্রহণ করিতে হইবে– অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় প্রদান করা হইবে না। সমাজের সচেতন নাগরিকদেরও এই সকল ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চকণ্ঠ থাকিতে হইবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত ক অপর ধ সরক র ঘটন য় র ঘটন

এছাড়াও পড়ুন:

শত কোটি টাকার নদী খনন কাজ বন্ধ

নদীর নাব্যতা ফেরাতে চেঙ্গী ও মাইনি নদীর খনন কাজ শুরু করেছিল পানি উন্নয়ন বোর্ড। কিন্তু কিছুদিন কাজ করার পর তা বন্ধ চলে যায় চুক্তি করা টিকাদারী প্রতিষ্ঠান। দ্রুত পুনরায় খনন কাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, খাগড়াছড়ি শহর ও তৎসংলগ্ন অবকাঠামো নদী ভাঙন থেকে সংরক্ষণ প্রকল্পের আওয়াতায় ২৫০ কোটি ব্যয়ে নদীর নাব্যতা ফেরাতে চেঙ্গী ও মাইনি নদীর ৫৮ কিলোমিটার খনন কাজ শুরু করেছিল পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প অনুযায়ি, চেঙ্গী নদীর মহালছড়ি থেকে নানিয়ারচর বুড়িঘাট শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি স্তম্ভ এবং মাইনি নদীর ইয়ারাংছড়ি থেকে লংগদু মুখ পর্যন্ত খনন করার কথা।

আরো পড়ুন:

ঢাকার ৪৪ খাস পুকুর-জলাশয় সংস্কার শুরু

মাদারীপুরে নদীর মাটি চুরি, ভাঙন আতঙ্ক

কিন্ত মাইনি নদীর খনন কাজ চললেও চেঙ্গী নদীর কাজ কিছুদিন করার পর বন্ধ করে চলে যায় ঠিকাদারী প্রতিষ্ঠান। মহালছড়ি থেকে নানিয়ারচর অংশে কাজ নতুন করে শুরু হলেও রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থেকে বুড়িঘাট শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি স্তম্ভ পর্যন্ত অংশের খনন কাজ ৩-৪ মাস ধরে একেবারে বন্ধ।

এই প্রকল্পের কাজ শুরু হয় ২০২৩ সালের জানুয়ারিতে। ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

নানিয়ারচর পুরাতন বাজার এলাকার বাসিন্দা মো. খোরশেদ আলম, মো. আনসার আলী ও হাসাপতাল এলাকা বাসিন্দা মো. নুরুল হক জানান, নদীর খনন কাজ শেষ হলে তারা উপকৃত হতেন। বিশেষ করে কাপ্তাই হ্রদের পানি যখন কমে যায়, শুকনা মৌসুমে নদী পথে তাদের মালামাল আনা-নেওয়া করতে সুবিধা হত। আর সেই মাটিগুলো দিয়ে যদি নিচু রাস্তাগুলো উচু করা যেত তাহলে তারা উপকৃত হতেন। তাদের দাবি আবার যেন দ্রুত খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড।

এনিয়ে কথা বলতে নানিয়ারচর অংশের টিকাদারী প্রতিষ্ঠান ওয়েল এডব্লিউআর (জেভি) এর ম্যানেজার মো. মাহবুবের ও মহালছড়ি অংশের ঠিকাদারী প্রতিষ্ঠান এআরকেএল-এসএমআইএল (জেবি) এর ম্যানেজার মো. সোয়েবের মোবাইল নাম্বারে কল দেওয়া হলে তারা রিসিভ করেননি।

পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম পরিচালনা ও রক্ষনাবেক্ষন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ জানান, চেঙ্গী নদীর মহালছড়ি থেকে নানিয়ার এর কাজ মাঝখানে বন্ধ হয়েছিল, ড্রেজার নিয়ে গিয়েছিল কন্ট্রাকটর। তখন কাজ বাতিলের নোটিশ করেছিলেন। তবে মহালছড়ি অংশের ঠিকাদার আবার নতুন করে ড্রেজার নিয়ে এসেছে। এখন থেকে নিয়মিত কাজ চলবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, নানিয়াচরে ঠিকাদার নিজস্ব ব্যবস্থাপনার কারণে কাজ করতে পারেনি। ফলে উপরের নির্দেশে কাজ বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে নতুন করে ঠিকাদার নিয়োগ করতে হবে। আর মাইনী নদীর খনন কাজ চলমান আছে, আগামী জুন মাসে শেষ হবে।

সম্পর্কিত নিবন্ধ