বছর তিন ধরে বিরতিতে আছে বিটিএস। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগ দেন ব্যান্ডটির সাত সদস্য। প্রশিক্ষণ শেষ করেছেন আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা। এবার ফেরার পালা। বিরতি ভেঙে ফিরতে মুখিয়ে আছেন বিটিএস তারকারা। অনুরাগীরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন।

এবার লাইভ অ্যালবাম নিয়ে আসছে বিটিএস, এটিই ব্যান্ডটির প্রথম লাইভ অ্যালবাম। পারমিশন টু ড্যান্স অন স্টেজ-লাইভ শিরোনামে অ্যালবামটি প্রকাশিত হবে ১৮ জুলাই। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ব্যান্ডটির এজেন্সি বিগহিট মিউজিক।

অ্যালবামে ২০২১-২২ সালে ওয়ার্ল্ড ট্যুর ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’-এর ২২টি গান থাকছে। এতে ‘অন’, ‘ফায়ার’, ‘ডোপ’ ও ‘আইডল’-এর লাইভ ভার্সন থাকবে। বিজ্ঞপ্তিতে বিগহিট জানিয়েছে, ‘এ অ্যালবামের মাধ্যমে ভক্তরা কনসার্টের স্মৃতিগুলো আবারও অনুভব করতে পারবেন। আমরা চাই, বিটিএসের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাদের হৃদয়ে দীর্ঘদিন অমলিন থাকুক।’

সিউল, লস অ্যাঞ্জেলেস ও লাস ভেগাসে কনসার্টটির ১২টি শোতে সরাসরি এবং অনলাইনে অংশ নিয়েছিলেন প্রায় ৪০ লাখ ভক্ত। ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ ট্যুরে প্রথম কোরিয়ান ব্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সোফাই স্টেডিয়াম (লস অ্যাঞ্জেলেস) ও অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে (লাস ভেগাস) মঞ্চে গান করেছে বিটিএস।
বিটিএসের মূল প্রতিষ্ঠান হাইবের এক কর্মকর্তা বলেছেন, ‘বিটিএস মার্চে ফিরবে।’ বিদেশি দুটি সূত্রও বলেছে, নতুন বছরে পুরো দল নিয়ে কাজ শুরু করবে বিটিএস।

আরও পড়ুনবিটিএস ফিরছে কবে, যা জানা গেল২০ জুন ২০২৫

হাইব আগেই জানিয়েছে, সামরিক সেবা শেষে সদস্যদের প্রস্তুতি নিতে সময় লাগবে। তাই দ্রুত নয়, একটু সময় নিয়েই ফিরবে বিটিএস। বিটিএসের ম্যানেজমেন্ট সংস্থা বিগহিট বলছে, এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঠিক হয়নি। হাইবের আরেক গ্রুপ ‘টুমরো টুগেদার’ও আগামী বছরের মার্চে ফিরবে। তবে বিটিএস, নাকি টুমরো টুগেদার—কোন ব্যান্ড আগে ফিরবে, তা এখনো জানা যায়নি। হাইবের আরেক গ্রুপ এনহাইপেন প্রথমে মার্চে ফেরার পরিকল্পনা করলেও বিটিএসের কারণে সেটা এগিয়ে জানুয়ারিতে নিয়ে এসেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ট এস র প রথম

এছাড়াও পড়ুন:

রাঙামটিতে বিদ্যালয়ে হাতির তাণ্ডব, বন্ধ শ্রেণি কার্যক্রম

রাঙামাটি সদর উপজেলাল জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যহাতিরা তাণ্ডব চালিয়েছে। এতে স্কুলের ফটক, বেঞ্চ ও ব্লাকবোর্ড নষ্ট হয়ে গেছে। তবে কোনো ধরনের প্রাণহানি ঘটেনি।

আবারো হাতি আক্রমণ করতে পারে এই ভয়ে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। এ ঘটনায় এলাকাবাসীর মনেও আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার জীবতলি ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় অবস্থিত ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে হাতি আহত

কক্সবাজারে বন্যহাতির অস্তিত্ব সংকট, করিডোর হারিয়ে বিলুপ্তির শঙ্কা

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাতির তাণ্ডবের বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছে। আমি বলেছি, ইউপি চেয়ারম্যানের সঙ্গে বসে ক্ষয়ক্ষতি পরিমাণ উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে।”

জীবতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত চাকমা বলেন, “৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দিবাগত রাতে বন্য হাতির পাল স্কুলের তাণ্ডব চালিয়েছে। হাতির তাণ্ডবে স্কলের ফটক, বেঞ্চ, ব্লাকবোর্ড নষ্ট করে দিয়েছে। তবে রাতে হাতির তাণ্ডবে কোনো ধরনের প্রাণহানি ঘটনা ঘটেনি।”

তিনি বলেন, “স্কুলের ক্লাস আপাতত বন্ধ রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীদের নিজেদের বাড়িতে অবস্থান করার জন্য বলা হয়েছে। বন্য হাতিরা দূরত্বে চলে গেলে আবারো বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা হবে।”

ঢাকা/শংকর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ