বছর তিন ধরে বিরতিতে আছে বিটিএস। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যোগ দেন ব্যান্ডটির সাত সদস্য। প্রশিক্ষণ শেষ করেছেন আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা। এবার ফেরার পালা। বিরতি ভেঙে ফিরতে মুখিয়ে আছেন বিটিএস তারকারা। অনুরাগীরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন।
এবার লাইভ অ্যালবাম নিয়ে আসছে বিটিএস, এটিই ব্যান্ডটির প্রথম লাইভ অ্যালবাম। পারমিশন টু ড্যান্স অন স্টেজ-লাইভ শিরোনামে অ্যালবামটি প্রকাশিত হবে ১৮ জুলাই। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ব্যান্ডটির এজেন্সি বিগহিট মিউজিক।
অ্যালবামে ২০২১-২২ সালে ওয়ার্ল্ড ট্যুর ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’-এর ২২টি গান থাকছে। এতে ‘অন’, ‘ফায়ার’, ‘ডোপ’ ও ‘আইডল’-এর লাইভ ভার্সন থাকবে। বিজ্ঞপ্তিতে বিগহিট জানিয়েছে, ‘এ অ্যালবামের মাধ্যমে ভক্তরা কনসার্টের স্মৃতিগুলো আবারও অনুভব করতে পারবেন। আমরা চাই, বিটিএসের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাদের হৃদয়ে দীর্ঘদিন অমলিন থাকুক।’
সিউল, লস অ্যাঞ্জেলেস ও লাস ভেগাসে কনসার্টটির ১২টি শোতে সরাসরি এবং অনলাইনে অংশ নিয়েছিলেন প্রায় ৪০ লাখ ভক্ত। ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ ট্যুরে প্রথম কোরিয়ান ব্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সোফাই স্টেডিয়াম (লস অ্যাঞ্জেলেস) ও অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে (লাস ভেগাস) মঞ্চে গান করেছে বিটিএস।
বিটিএসের মূল প্রতিষ্ঠান হাইবের এক কর্মকর্তা বলেছেন, ‘বিটিএস মার্চে ফিরবে।’ বিদেশি দুটি সূত্রও বলেছে, নতুন বছরে পুরো দল নিয়ে কাজ শুরু করবে বিটিএস।
হাইব আগেই জানিয়েছে, সামরিক সেবা শেষে সদস্যদের প্রস্তুতি নিতে সময় লাগবে। তাই দ্রুত নয়, একটু সময় নিয়েই ফিরবে বিটিএস। বিটিএসের ম্যানেজমেন্ট সংস্থা বিগহিট বলছে, এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঠিক হয়নি। হাইবের আরেক গ্রুপ ‘টুমরো টুগেদার’ও আগামী বছরের মার্চে ফিরবে। তবে বিটিএস, নাকি টুমরো টুগেদার—কোন ব্যান্ড আগে ফিরবে, তা এখনো জানা যায়নি। হাইবের আরেক গ্রুপ এনহাইপেন প্রথমে মার্চে ফেরার পরিকল্পনা করলেও বিটিএসের কারণে সেটা এগিয়ে জানুয়ারিতে নিয়ে এসেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ জুলাই ২০২৫)
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু আজ। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও শুরু হচ্ছে আজ।
১ম ওয়ানডেবাংলাদেশ-শ্রীলঙ্কা
বেলা ৩টা, টি স্পোর্টস
ডর্টমুন্ড-মন্তেরেই
সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫
২য় রাউন্ড
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২