অনলাইনের একটা পেজে ১৮ কেজি ওজনের নদীর বোয়াল মাছ বিক্রির ভিডিও দেখেই ভাইকে বিকাশে রেমিট্যান্স পাঠিয়ে মাছটা বুকিং দেন জাপানপ্রবাসী সুমি। ছোটবেলায় বড় বোয়াল মাছ নিয়ে বাসায় আসতেন বাবা। সেই মাছ ঘিরে কত মধুর স্মৃতি। বাবাকে ‘সারপ্রাইজ’ দিতেই তাঁর পছন্দের বড় মাছ কিনে বাসায় পাঠানোর ব্যবস্থা করেন তিনি। ক্যারিয়ারের প্রয়োজনে মা-বাবাকে রেখে দূর প্রবাসে বসবাস সুমির। স্থানের হিসাবে দূরত্ব থাকলেও মানসিকভাবে মা-বাবার সঙ্গেই যেন তাঁর বাস। আর বিকাশের মাধ্যমে তাৎক্ষণিক রেমিট্যান্স পাঠিয়ে মাছ কেনার মুহূর্তটি তৈরি করতে পারা তাঁর বাড়তি পাওনা।
বাড়িতে ফোন দিয়ে খবর পান নববিবাহিত স্ত্রী কেনাকাটার জন্য মার্কেটে গেছে। স্ত্রীকে চমক দিতে তখনই তাঁর বিকাশে রেমিট্যান্স পাঠান ইতালিপ্রবাসী শাওন। সঙ্গে ছোট্ট একটা বার্তা– ‘জানি তুমি কেনাকাটা করছ। টাকা পাঠালাম। নীল রঙের একটা শাড়ি কিনে পরবে। আমার উপহার।’ স্বামীর এমন উপহারে চমকে যান লিজা। দূরে থাকার পর স্বামীর উপস্থিতি অনুভব করেন খুব কাছেই। 
সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে সংসারের প্রয়োজনে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের বাসিন্দা রসুল মিয়া। ঘূর্ণিঝড়ের রাতে প্রসববেদনা উঠলে তাঁর স্ত্রী আকলিমাকে হাসপাতালে নিয়ে যান আত্মীয়স্বজন। সন্তান ও মাকে বাঁচাতে মাঝ রাতেই অপারেশনের সিদ্ধান্ত নেন ডাক্তার। এমন গুরুত্বপূ্র্ণ সময়ে স্ত্রীর পাশে না থাকার মনোবেদনা ছিল পাহাড়সম। তবু অপারেশনের জন্য তাৎক্ষণিকই বিকাশে রেমিট্যান্স পাঠিয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। সন্তানকে নিয়ে ঘরে ফেরেন তাঁর স্ত্রী।

প্রিয়জনের বিশেষ মুহূর্তগুলো হোক তা আনন্দের কিংবা সংকটের, সেই সময়ে পাশে থাকার চেষ্টায় প্রবাসীদের বড় বাধা দূরত্ব। প্রযুক্তির কল্যাণে কোটি প্রবাসী তাই প্রিয়জনের বিশেষ মুহূর্ত আরও অর্থবহ করে তুলতে বিকাশে রেমিট্যান্স পাঠান। সহজে মুহূর্তে বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠানোর সুযোগ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি প্রবাসীর সঙ্গে তাঁর পরিবারের বন্ধন আরও দৃঢ় করে।
বিদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠানো এবং তা তুলে ব্যবহার করা প্রবাসী এবং তাঁর প্রিয়জন উভয়ের জন্যই অনেক ক্ষেত্রে সময়সাপেক্ষ হয়ে পড়ে। এ কারণে যখন প্রয়োজন, সেই মুহূর্তেই বিকাশে রেমিট্যান্স পাঠাতে স্বাচ্ছন্দ্য বাড়ছে প্রবাসীদের। এমএফএস প্রতিষ্ঠান বিকাশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে ১৩০টির বেশি মানি ট্রান্সফার অপারেটর হয়ে বাংলাদেশের ২৫টি ব্যাংকে সেটেলমেন্ট হয়ে বিকাশ গ্রাহকের অ্যাকাউন্টে নিমিষেই রেমিট্যান্স পাঠাতে পারছেন প্রবাসীরা।
বিকাশের কর্মকর্তারা জানান, বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের ‘লাস্ট মাইল সল্যুশন্স প্রোভাইডার’ হিসেবে বিকাশে পাঠানো রেমিট্যান্স মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিয়ে দেশে থাকা পরিবার-প্রিয়জনদের জীবনমান বাড়াতে ভূমিকা রাখছে। সহজে পাঠানোর সুযোগ হুন্ডিসহ অবৈধ পথে অর্থ পাঠানোকে নিরুৎসাহিত করছে। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করে দেশ গঠনে ভূমিকা রাখছে। এদিকে বিকাশে আসা রেমিট্যান্স থেকে ‘বিকাশ’ করেই মোবাইল রিচার্জ, সেভিংস, কেনাকাটা, বিল পরিশোধ, এনজির কিস্তি পরিশোধ, স্কুল-কলেজের ফি পরিশোধসহ অসংখ্য সেবা সহজেই নিতে পারছেন প্রিয়জনরা। এভাবেই জীবনকে এগিয়ে নেওয়া আর সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতে বিকাশ পাশে আছে সব সময়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অ য ক উন ট প রব স র প র য়জন

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ