মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Published: 2nd, July 2025 GMT
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ফলে, প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.
বুধবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
পুঁজিবাজারের উন্নয়নে যৌথ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিএসইসি
ড্যাফোডিল কম্পিউটার্সের অবৈধ শেয়ার ইস্যু, তদন্ত করবে বিএসইসি
সোমবার (৩০ জুন) মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৮ আগস্ট। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুলাই।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬১ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৫৯ টাকা।
আলোচ্য সময়ে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৯০ টাকা।
করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনে কোনো মূল্যসীমা থাকবে না।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য় রহ ল ড র শ য় রহ ল ড হ স ববছর
এছাড়াও পড়ুন:
নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুবি
সদ্য ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে স্ব স্ব বিভাগের উদ্যোগে ছিল নানা আয়োজন।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে পৃথকভাবে আয়োজিত হয় নবীন বরণ অনুষ্ঠান।
উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে নবীনদের স্বাগতম জানানোর দিনে নবীন শিক্ষার্থীরাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ঘিরে তাদের নতুন অভিজ্ঞতার কথা।
আরো পড়ুন:
‘রাজনীতি মুক্ত থাকবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল’
গাছ কাটার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি
নবীনদের অনেকে জানান, পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়- দুটো পেয়েই অনেক আনন্দিত তারা। লালমাটির সবুজ এই ক্যাম্পাসের সৌন্দর্যে তারা বিমোহিত।
আইন বিভাগে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী আরিফা জেসমিন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত। আজ আমাদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। এজন্য ১১টায় সময় দেওয়া হলেও আমি আরো আগেই চলে এসেছিলাম। এখানে স্যাররা ও সিনিয়ররা আমাদের খুবই আন্তরিকভাবে বরণ করে নিয়েছেন।”
পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মো. ইমরান জানান, “আমার প্রথম থেকেই ইচ্ছে ছিলো নিজেকে পাবলিকিয়ান হিসেবে পরিচয় দেওয়ার। অনেক চেষ্টা করেও যখন কোনো জায়গায় চান্স হচ্ছিল না, তখন অনেক চেয়েছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। আলহামদুলিল্লাহ, আমি এখন একজন কুবিয়ান। এত সুন্দর ক্যাম্পাস আর সিনিয়রদের সহযোগিতা ও ভালোবাসা পেয়ে আমরা অনেক আনন্দিত।”
অনুভূতি প্রকাশ করতে গিয়ে চাঁদপুর থেকে আগত আরেক নবীন শিক্ষার্থী নাফজান হাসানাত নোহা বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে ভালো লাগছে, সিনিয়ররা খুবই আন্তরিক। তারা আমাদের নবীন বরণের আয়োজন অনেক সুন্দর করে করেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশও ভালে লাগছে। আশা করি, বিশ্ববিদ্যালয় জীবন ভালো করে কাটাতে পারবো।”
নবীন বরণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “গুচ্ছ থেকে বেরিয়ে এসে আমরা এবার ভালোমানের শিক্ষার্থী পেয়েছি। আমরা পূর্বের ঘোষণা অনুযায়ী আজ ক্লাস শুরু করতে পেরেছি। আমরা চাই নতুন ছাত্র-ছাত্রীরা যাতে র্যাগিংয়ের শিকার না হয়। তারা যেন নির্বিঘ্নে ক্যাম্পাসে চলা ফেরা করতে পারে এবং নিজেদের প্রতিষ্ঠানটি উপভোগ করতে পারে।”
ঢাকা/এমদাদুল/মেহেদী