সিলেটে ফের করোনাক্রান্ত রোগীর মৃত্যু
Published: 2nd, July 2025 GMT
সিলেটে পাঁচ দিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১জুলাই) দিবাগত রাত ২টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি। মারা যাওয়া ব্যক্তির বয়স ছিল ৮০ বছর। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাসিন্দা। সিলেটে এনিয়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হলো।
বুধবার (২ জুলাই) দুপুরে শহীদ শামসুদ্দিন হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা.
এদিকে, বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত সিলেটে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন। এই সময়ে করোনা পরীক্ষার জন্য ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন সিলেটে করোনায় একজনের মৃত্যু হয়।
ঢাকা/নূর/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডাকসু নির্বাচন: তৃতীয় দিনে মনোনয়ন নিলেন ২২ প্রার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৃতীয় দিনে আরো ২২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
এর মধ্যে, সহ-সভাপতি (ভিপি) পদে পাঁচজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে একজন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে দুইজন এবং অন্যান্য পদে ১৪ জন মনোনয়ন সংগ্রহ করেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
আরো পড়ুন:
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারে জরুরি টেন্ডার দাবি শিক্ষার্থীদের
রবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, যমুনা সেতুতে যান চলাচল স্বাভাবিক
তিনি বলেন, “আজসহ গত তিনদিনে আমাদের কাছে থেকে মোট ৪২জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে, ভিপি পদে ১০ জন, জিএস পদে একজন, এজিএস পদে দুইজন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন।”
এই পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাতজন। তবে কোন কোন পদে জমা দিয়েছে, তা জানা যায়নি।
অন্যদিকে, ১৮টি হল থেকে এখন পর্যন্ত ২৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
ঢাকা/সৌরভ/মেহেদী