জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করতেই হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। আমরা স্পষ্ট বলছি, এই ঘোষণাপত্রে জুলাইযোদ্ধা, গণঅভ্যুত্থানের শহীদদের মর্যাদা, স্বীকৃতি ও রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে। সেটি অবশ্যই বাংলাদেশের নতুন সংবিধানে যুক্ত হবে।

জুলাই পদযাত্রার চতুর্থ দিনে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে সমাবেশ হবে। সেখানে আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমাদের প্রাপ্য বুঝে নেব।

নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের কাঠামো রেখে দেওয়ার চেষ্টা চলছে। সেই আগের সিন্ডিকেট, আগের দুর্নীতিবাজ ও লুটেরাদের সেফ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এসব বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামো, গণতন্ত্র ও বৈষম্যহীন দেশ গড়তে আমরা রাস্তায় নেমেছি। অর্জনগুলো নিয়েই ঘরে ফিরব।

ঠাকুরগাঁও ও পীরগঞ্জ প্রতিনিধি জানান, পুরোনো বাসস্ট্যান্ড গোলচত্বরে দুপুর ও বিকেলে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় পথসভায় বক্তৃতা করেন এনসিপির নেতারা। এ সময় জনগণের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আপনারা ছাত্র-তরুণদের ওপর ভরসা রাখুন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো আমরা পরিবর্তন করবই। তিনি সীমান্তে নির্বিচারে বাংলাদেশি হত্যা ও পুশইন বন্ধে ভারতের প্রতি আহ্বান জানান।

এদিকে পদযাত্রা পীরগঞ্জ যাওয়ার পথে টাঙ্গন ব্রিজ এলাকায় হামলায় দু’জন আহতের দাবি করেছে এনসিপি।

পঞ্চগড় প্রতিনিধি জানান, জেলার আটোয়ারী সদরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিগুলোতে বক্তৃতা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.

তাসনিম জারা প্রমুখ। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হ দ ইসল ম ন হ দ ইসল ম এনস প

এছাড়াও পড়ুন:

স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন জ্বালানি মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ভালো নির্বাচন মানে যে ভোটার ভোট দিতে যাবেন, সে ভোট দিতে পারবেন।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা এ সময় আরও বলেন, প্রার্থীদের পোলিং এজেন্টার থাকতে পারবেন। সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে। যে নির্বাচিত হয়ে আসবেন তাকেই আমরা স্বাগত জানাব।

তিনি বলেন, আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন। তিনি এমন কোনো কাজ করবেন না, যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যেন থাকেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। আশা করি আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো। আমাদের যাত্রায় বিঘ্ন ঘটেছে, সেই বাধা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সচিব মো. সাইফুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা প্রশাসক হাছিনা বেগমসহ অনেকেই। পরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মাদারগঞ্জ সোলার প্ল্যান পরিদর্শনে যান।

সম্পর্কিত নিবন্ধ