গ্রিনহাউস গ্যাস নির্গমন পর্যবেক্ষণের জন্য মহাকাশে পাঠানোর পর একটি স্যাটেলাইট মহাকাশে হারিয়ে গেছে। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় নির্মিত স্যাটেলাইটটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রিনহাউস গ্যাস নির্গমন পর্যবেক্ষণ করত সক্ষম স্যাটেলাইটটি প্রযুক্তিগত সমস্যার কারণে কাজ বন্ধ করে দিয়েছে। এর ফলে মহাকাশে অদৃশ্য হয়ে গেছে স্যাটেলাইট।

নিউজিল্যান্ড স্পেস এজেন্সির কর্মকর্তা অ্যান্ড্রু জনসন জানিয়েছেন, এটি বেশ হতাশাজনক। মহাকাশ নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা জানেন, এমন অভিযান খুবই চ্যালেঞ্জের। যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা তহবিলের অংশ হিসেবে এই স্যাটেলাইট তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা তহবিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যামি মিডলটন বলেন, ‘আমরা এটিকে ব্যর্থতা নয়, বিপত্তি হিসেবে দেখছি। গত বছরের মার্চ মাসে মিথেনস্যাটের সূচনা হয়।’

আরও পড়ুনমহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে কোন কোন দেশের০৪ জুলাই ২০২৫

মিথেন সাধারণভাবে শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসের কারণে ২০ বছরের মেয়াদকালে কার্বন ডাই–অক্সাইডের চেয়ে ৮০ গুণ উষ্ণায়নের ক্ষমতা রয়েছে। বিজ্ঞানীদের তথ্যমতে, তেল ও গ্যাসকূপের লিকেজ বন্ধ করতে না পারলে মিথেন গ্যাসের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়ন দ্রুত বাড়বে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স য ট ল ইট

এছাড়াও পড়ুন:

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির চার নেতা বহিষ্কার

গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। শিল্পকারখানায় চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে রোববার সন্ধ্যায় চার নেতাকে বহিষ্কার করা হয়।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃত চার নেতা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান (স্বপন) ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম (সাথী)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কার্যকলাপ দলীয় শৃঙ্খলা এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি। সুতরাং এসব কর্মকাণ্ডের জন্য তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সব নেতাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক চিঠি দিয়ে বহিষ্কারের কথা জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ