চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আজ রোববার বিকেল পাঁচটার দিকে নগরের ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম আতাউর রহমান (১৯)। তিনি নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা। তাঁদের গ্রামের বাড়ি বাঁশখালীতে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু সাফায়েত ইসলাম (১৯)। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ইপিজেড থানার উপপরিদর্শক মামুনুর রশিদ জানান, সাফায়েত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। পেছনে বসেছিলেন আতাউর। তাঁর মাথায় হেলমেট ছিল না। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই পড়ে যান। ঘটনাস্থলেই আতাউর মারা যান।

দুর্ঘটনার পরপর সিএনজি অটোরিকশাটি পালিয়ে যায়। আতাউরের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে ইপিজেড থানাধীন নেভি গেট এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে অপর একটি দুর্ঘটনায় ওসমান (৪৫) নামের একজন হকার আহত হয়েছেন। তাঁকে একটি ট্রেলার ধাক্কা দেয় বলে জানান ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন। ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামের চরে নরওয়ের কবি লোকগানের স্কুল

নরওয়ের কবি ও গবেষক ভেরা সিদার (৮০)। প্রায় তিন দশক আগে তিনি বাংলাদেশে এসেছিলেন। গিয়েছিলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর নামাজের চর এলাকায়, বন্যাদুর্গত মানুষের জীবন দেখতে। তখন চরের নারীদের গাওয়া গানের সুর তাঁকে মুগ্ধ করে। বাংলার লোকগানের প্রেমে পড়েন তিনি।

এরপর কেটে যায় অনেকটা সময়। কিন্তু বাংলার লোকগানের প্রতি ভেরা সিদারের ভালোবাসা কমেনি, বরং বেড়েছে। নিজেই নরওয়েজিয়ান ভাষায় অনুবাদ করেছেন বাংলার মরমি সাধক ফকির লালন সাঁইয়ের গান। বাংলার লোকগানকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ২০১৬ সালে তিনি ‘মায়ের তরী’ নামের সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন।

‘মায়ের তরী’ কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৯টি কেন্দ্রে শিশু-কিশোরদের লোকগান ও বাদ্যযন্ত্র শেখাচ্ছে। এখানে ৬০০ শিশু লালন, বাউল, মারফতি, মুর্শিদি, ভাওয়াইয়াসহ নানা ধরনের লোকগান শিখছে। পাশাপাশি শিখছে বাঁশি, একতারা, দোতারা, তবলা, বেহালা ও ঢোল বাজানো।

ভেরা সিদার

সম্পর্কিত নিবন্ধ