Risingbd:
2025-11-02@23:24:46 GMT

হামাস যা চাচ্ছে

Published: 6th, July 2025 GMT

হামাস যা চাচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব এখনো পর্যালোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য তাদের তিনটি প্রধান শর্ত রয়েছে।

হামাসের প্রথম শর্ত হচ্ছে, মার্কিন-ইসরায়েল মদদপুষ্ট গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কার্যক্রম বন্ধ করতে হবে। কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ফাউন্ডেশনের বিতরণ কেন্দ্রে সাহায্য চাইতে গিয়ে কমপক্ষে ৭৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জুনের শেষের দিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছিল, খাবারের জন্য অপেক্ষারত নিরস্ত্র মানুষদের উপর গুলি চালাতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দেওয়া হয়েছিল তাদের কমান্ডাররা।

হামাসের দ্বিতীয় শর্ত হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের মার্চ মাসে যুদ্ধবিরতি লঙ্ঘনের আগে যে অবস্থানে ছিল, সেখানেই ফিরে যাক। মে মাসে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপক নতুন স্থল অভিযান শুরু করে, যেখানে শত শত ফিলিস্তিনি নিহত হয়, যাতে উপত্যকার বিশাল অংশের ‘কার্যক্ষম নিয়ন্ত্রণ’ নেওয়া যায়। যুদ্ধ শুরু করার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যেই নেটজারিম করিডোর তৈরি করে, যা গাজা উপত্যকাকে উত্তর ও দক্ষিণ সেক্টরে বিভক্ত করে এবং এপ্রিল মাসে নেতানিয়াহু দক্ষিণ গাজা উপত্যকায় চিকেন করিডোর তৈরির ঘোষণা দেন।

হামাসের তৃতীয় শর্ত হচ্ছে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘিত হবে না সে ব্যাপারে নিশ্চয়তা চায়। মার্চ মাসে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল। হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা চায় যে ইসরায়েলি বিমান হামলা এবং স্থল অভিযান যুদ্ধের স্থায়ী অবসান ছাড়াই যুদ্ধবিরতি শেষ হলেও পুনরায় শুরু হবে না।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ