Risingbd:
2025-07-06@20:56:24 GMT

হামাস যা চাচ্ছে

Published: 6th, July 2025 GMT

হামাস যা চাচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব এখনো পর্যালোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য তাদের তিনটি প্রধান শর্ত রয়েছে।

হামাসের প্রথম শর্ত হচ্ছে, মার্কিন-ইসরায়েল মদদপুষ্ট গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কার্যক্রম বন্ধ করতে হবে। কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ফাউন্ডেশনের বিতরণ কেন্দ্রে সাহায্য চাইতে গিয়ে কমপক্ষে ৭৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জুনের শেষের দিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছিল, খাবারের জন্য অপেক্ষারত নিরস্ত্র মানুষদের উপর গুলি চালাতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দেওয়া হয়েছিল তাদের কমান্ডাররা।

হামাসের দ্বিতীয় শর্ত হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের মার্চ মাসে যুদ্ধবিরতি লঙ্ঘনের আগে যে অবস্থানে ছিল, সেখানেই ফিরে যাক। মে মাসে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপক নতুন স্থল অভিযান শুরু করে, যেখানে শত শত ফিলিস্তিনি নিহত হয়, যাতে উপত্যকার বিশাল অংশের ‘কার্যক্ষম নিয়ন্ত্রণ’ নেওয়া যায়। যুদ্ধ শুরু করার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যেই নেটজারিম করিডোর তৈরি করে, যা গাজা উপত্যকাকে উত্তর ও দক্ষিণ সেক্টরে বিভক্ত করে এবং এপ্রিল মাসে নেতানিয়াহু দক্ষিণ গাজা উপত্যকায় চিকেন করিডোর তৈরির ঘোষণা দেন।

হামাসের তৃতীয় শর্ত হচ্ছে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘিত হবে না সে ব্যাপারে নিশ্চয়তা চায়। মার্চ মাসে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল। হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা চায় যে ইসরায়েলি বিমান হামলা এবং স্থল অভিযান যুদ্ধের স্থায়ী অবসান ছাড়াই যুদ্ধবিরতি শেষ হলেও পুনরায় শুরু হবে না।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

লোহিত সাগরে জাহাজে হামলা

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। 

ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সির (ইউকেএমটিও) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, রোববার লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত আটটি ছোট নৌকা থেকে গুলি এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

সংস্থাটি বলেছে, এই ঘটনায় জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালিয়েছেন। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিওও অ্যামব্রে বলেছে, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে রোববারের এই হামলার ঘটনা ঘটেছে। তবে ব্রিটিশ এই দুই সংস্থা আক্রান্ত জাহাজের নাম প্রকাশ করেনি।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে ওই অঞ্চলে এটিই এ ধরনের প্রথম হামলার ঘটনা।

সম্পর্কিত নিবন্ধ