গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Published: 7th, July 2025 GMT
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাব ইউনিয়নের বামুনখালী বটতলা বাজারের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (৫৫) ও অটোরিকশা চালক ওয়াসিম (২৮)। নিহত ওয়াসিম পাঁচবাগ দিঘীরপাড় গ্রামের আবু বকরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাব বটতলা বাজার থেকে যাত্রী নিয়ে পাঁচবাগ চৌকা বাজারে আসার পর বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন এবং অটোরিকশা চালকসহ কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অটোরিকশা চালক ওয়াসিম মারা যান। একই ঘটনায় আহত অপর দুজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার আরো দুই যাত্রী আহত হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার টাংগাব ইউনিয়নের বামনখালী গ্রামের ইকবাল হোসাইন (৫০)। তিনি বামনখালী বটতলা বাজারের ইকবাল স্টোরের স্বত্বাধিকারী। অপরজন দিঘীরপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে অটোরিকশা চালক ওয়াসিম মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রীসহ অটোরিকশাটি বটতলা বাজার থেকে হোসেনপুর বাজার যাওয়ার সময় এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচবাগ চৌকা বাজার মোড়ে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী ইকবাল ঘটনাস্থলে মারা যায়। অটোরিকশার চালক ওয়াসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
মাসুদ রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ
কুড়িগ্রামে সেতুর পাটাতন দেবে আটকে গেল ট্রাক, যান চলাচল বন্ধ
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হোসেন জানান, ওয়াসিম মিয়াকে মৃত অবস্থায় আনা হয়েছে। নাজমুল ও আবু সাইদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই জনের মৃত্যু হয়েছে। অটোরিকশা ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ট্রাক চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/মিলন/বকুল