পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭
Published: 9th, July 2025 GMT
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার সুজানগরে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ রউফ শেখসহ (৪৫) সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
স্থানীয়রা জানান, সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁর অনুসারী আশিক মোবাইল ফোনে মঙ্গলবার কথা বলছিলেন। তখন উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের ভাতিজা ও তার অনুসারীরা আশিকের ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। মঙ্গলবারই উভয়পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে যায়। আজ দুপুরে কাউসার নামে এক বিএনপি নেতা আশিককে আবার ডেকে পাঠান। তখন আশিক তার চাচাতো ভাই ছাত্রদল নেতা সবুজকে ডেকে নিয়ে কাউসারের কাছে যান। এ সময় সুজানগর পৌর সিনেমা হলের সামনে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সবুজকে ছুরিকাঘাত করা হয়। পরে খবর পেয়ে মজিবর খাঁ গ্রুপের নেতারা এসে কাউসারদের ওপরে হামলা চালান। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খাঁ ও উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি শেখ রউফ গ্রুপের প্রধান কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-২ (সুজানগর) এর পরিবর্তে পাবনা-৩ (চাটমোহর) আসনে নির্বাচন করার নির্দেশ দেয় বিএনপির হাইকমান্ড। এর পর থেকে তুহিন গ্রুপ ওই এলাকায় কোণঠাসা হয়ে পড়ে। এ সব নিয়ে মজিবর খাঁর লোকজন তুহিন গ্রুপের লোকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল বলে অভিযোগ করা হয়। এরই জেরে আজ বুধবার দুপুরে সুজানগর পৌর বাজার এলাকায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ রউফ শেখসহ ৭ জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে তাতীবন্দ গ্রামের শেখ আব্দুর রউফ (৪৫), ইয়াকুব (৩৩), তুষার (৪০), সুজন (৪৫) আসলাম (৩৬), মনজেলকে (৪৫) গুলিবিদ্ধ অবস্থায় সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মাদ মাসুম প্রধান বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। যার এমন কাজে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত নেবে।
সুজানগর থানার ওসি মো.
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: প বন ব এনপ স ঘর ষ ব এনপ র সদস যসচ ব ব এনপ র স স জ নগর স ঘর ষ উপজ ল
এছাড়াও পড়ুন:
কর ফাঁকির দায়ে আনচেলত্তির এক বছরের কারাদণ্ড
কর ফাঁকির দায়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি প্রায় চার লাখ ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে তাঁকে।
৬৬ বছর বয়সী আনচেলত্তি মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নিয়েছেন। এর আগে ২০১৩ থেকে ২০১৫ ও ২০২১ থেকে ২০২৫ সময়ে দুই দফায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি।
স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ইতালিয়ান এই কোচ ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ স্বত্ব ও অন্যান্য উৎস থেকে যে অর্থ আয় করেছিলেন, তা গোপন করে ১০ লাখ ইউরোর বেশি কর বিভাগকে পরিশোধ করেননি।
এপ্রিলে বিচার কার্যক্রম শুরু হলে আনচেলত্তি আদালতকে বলেছিলেন, বেতনবহির্ভূত আয়ের বিষয়গুলো দেখভালের দায়িত্ব তিনি তাঁর ব্রিটিশ উপদেষ্টা ও ক্লাব কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছিলেন। ‘প্রতারণা হয়ে থাকতে পারে’ এমন কিছু তিনি কখনোই করেননি। বিপরীতে স্পেনের কর কর্তৃপক্ষ আনচেলত্তিকে দোষী অভিযোগ করে তাঁর ৪ বছর ৯ মাস কারাদণ্ডের আবেদন করে।
আরও পড়ুনক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যে দুজন০৭ জুলাই ২০২৫বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার স্পেনের আদালত আনচেলত্তিকে ২০১৪ সালের অভিযোগে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। ‘কর কর্তৃপক্ষের বিরুদ্ধে অপরাধ’–এর দায়ে আনচেলত্তিকে ১২ মাসের কারাদণ্ড ও ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তবে ২০১৫ সালের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।
তবে স্পেনের আইন অনুযায়ী যেসব অপরাধ হিংসাত্মক নয় এবং অপরাধী আগে কখনো দণ্ডিত হননি, তাঁদের ক্ষেত্রে দুই বছরের নিচের কারাদণ্ড সাধারণত জেলে কাটাতে হয় না। ফলে আনচেলত্তিকে কারাভোগ করতে হবে না।
আরও পড়ুনআর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ডের কোচরা কে কত টাকা বেতন পান১৫ মে ২০২৫