বগুড়ায় গৃহবধূ ববি খাতুনকে হত্যার মামলায় স্বামী ও তার পরকীয়া প্রেমিকাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার (৯ জুলাই) রাতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প এবং র‌্যাব-৪ সাভার ক্যাম্প যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে সাভার থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন—বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার রবিউল ইসলামের ছেলে মো.

রোহান (২৬) এবং একই এলাকার বেল্লাল হোসেনের মেয়ে বেলি বেগম (২৪)।

বৃহস্পতিবার র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৫ মে রাতে বগুড়ার জহুরুল নগরে গৃহবধূ ববি খাতুনকে শারীরিক নির্যাতনের পর পেটে ছুরি মেরে হত্যা করে তার স্বামী রোহান। এরপর থেকেই রোহান ও তার পরকীয়া প্রেমিকা বেলি বেগম পলাতক ছিল। হত্যাকাণ্ডের পরদিন নিহতের মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের আশুলিয়ার বসুন্ধরা টেক এলাকা থেকে মো. রোহান ও বেলি বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/এনাম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আরও সাত দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

আরও সাতটি দেশের জন্য ‘পাল্টা শুল্ক’ নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার ডোনাল্ড ট্রাম্প ফিলিপাইন, ব্রুনাই, মলদোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কাকে নতুন শুল্কারোপের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। এর আগে সোমবার ১৪টি দেশকে চিঠি দেন তিনি। এক সপ্তাহের মধ্যে মোট ২১টি দেশের জন্য নতুন পাল্টা শুল্কহার নির্ধারণ করলেন ডোনাল্ড ট্রাম্প। 
সিএনবিসি জানায়, বুধবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, কমপক্ষে সাতটি দেশের তালিকা প্রকাশের পাশাপাশি আরও কয়েকটি দেশের নাম জানানো হবে। তবে শেষ পর্যন্ত সাতটি দেশের মধ্যেই সীমিত থাকলেন তিনি।

ফিলিপাইনের পণ্যে ২০ শতাংশ, ব্রুনাইয়ের পণ্যে ২৫ শতাংশ, মলদোভার পণ্যে ২৫ শতাংশ, আলজেরিয়ার পণ্যে ৩০ শতাংশ, ইরাকের পণ্যে ৩০ শতাংশ, লিবিয়ার পণ্যে ৩০ শতাংশ ও শ্রীলঙ্কার পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
এ ছাড়া ব্রাজিলে উৎপাদিত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে দেওয়া প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের ঘাটতির দাবিটি সঠিক নয়। যে কোনো একতরফা শুল্ক বৃদ্ধি করা হলে ব্রাজিলের অর্থনৈতিক পারস্পরিক আইন অনুসারে মোকাবিলা করা হবে।’

এ পর্যন্ত যে ২১টি দেশের নতুন করে চিঠি দেওয়া হয়েছে তাদের শুল্কহার ২০ থেকে ৪০ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়েছে। যদিও এসব চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভবত এই নতুন শুল্কহার পর্যালোচনা করতে পারে। এটি নির্ভর করবে সেই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর।
যুক্তরাষ্ট্র দাবি করছে, নতুন এই শুল্কহার প্রয়োজনের তুলনায় কম। ট্রাম্প প্রশাসন বলছে, সংশ্লিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দূর করতে যে হারে শুল্কারোপ দরকার, তার চাইতে কম। ডোনাল্ড ট্রাম্প প্রায়ই দাবি করেন, বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার শামিল। 

চিঠি পাওয়া সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু না কিছু বাণিজ্য ঘাটতি আছে। যদিও অনেক ক্ষেত্রেই সেই ঘাটতির পরিমাণ খুবই সামান্য। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালে মলদোভার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল মাত্র ৮৫ মিলিয়ন বা ৮ কোটি ৫০ লাখ ডলার।
ট্রাম্প যেসব নতুন শুল্কহার আরোপ করেছেন, তার বেশির ভাগই ২ এপ্রিল ঘোষিত স্বাধীনতা দিবসের শুল্কের কাছাকাছি। ট্রাম্প সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন, যার মেয়াদ গত বুধবার শেষ হওয়ার কথা ছিল। তবে গত সোমবার ট্রাম্প এক নির্বাহী আদেশে শুল্ক কার্যকর করার সময়সীমা আগামী ১ আগস্ট পর্যন্ত পিছিয়ে দেন।
এর আগে গত সোমবার বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, লাওস, মিয়ানমার, বসনিয়া ও হার্জেগোভিনা, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, সার্বিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ডের পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপ করে চিঠি দেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জন্য নতুন করে ৩৫ শতাংশ শুল্কারোপের কথা জানানো হয়। 

সম্পর্কিত নিবন্ধ