শিশুদের পুষ্টিকর সিরিয়াল নেস্লে সেরেগ্রো এখন থেকে শ্রীলঙ্কাতেও রপ্তানি হচ্ছে। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত নেস্লে বাংলাদেশের কারখানায় তৈরি এই পণ্য রপ্তানির মধ্য দিয়ে নতুন এক অধ্যায় শুরু করল প্রতিষ্ঠানটি।
এই উপলক্ষ্যে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে শ্রীলঙ্কার দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি। তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক ও আঞ্চলিক উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
নেস্লে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউয়িক্রেমা বলেন, নেস্লে গ্রুপের ১৫৫ বছরের ঐতিহ্য বজায় রেখে আমরা গুণগতমানসম্পন্ন পণ্য সরবরাহ করছি এবং আন্তর্জাতিক সম্প্রসারণের প্রতিটি সুযোগ কাজে লাগাচ্ছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি- নতুন বাজারে প্রবেশের সুযোগ অনুসন্ধান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাজিথ মিওয়ানাগে।
নেস্লে গত ৩১ বছর ধরে বাংলাদেশের পুষ্টি উন্নয়নে কাজ করছে। নেস্লে একটি শীর্ষস্থানীয় বহুজাতিক খাদ্য ও পানীয় কোম্পানি। বিশ্বের ১৮০টিরও বেশি দেশে তাদের ২০০০টির বেশি ব্র্যান্ডের পণ্য বিক্রি হয়। কোম্পানিটি প্রায় ২,৭৫,০০০ কর্মী নিয়ে কাজ করছে। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন স ল ব ল দ শ প এলস
এছাড়াও পড়ুন:
পাকিস্তানি অভিনেত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে করাচির একটি বাসায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি হয়তো কয়েক মাস আগে মারা গেছেন। খবর ডন নিউজের
বুধবার পুলিশের ডিআইজি (দক্ষিণ) সৈয়দ আসাদ রেজা জানান, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ করাচির ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার এক বহুতল ভবনের চতুর্থ তলায় ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। আদালতের আদেশ অনুযায়ী ফ্ল্যাটটি খালি করার জন্য মঙ্গলবার দুপুরে পুলিশ সেখানে যায়। দরজায় কড়া নাড়ার পর সাড়া না পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অভিনেত্রীর মরদেহ দেখতে পায়।
তিনি আরও জানান, হুমাইরার পরিবার লাহোরে থাকে। যোগাযোগ করা হলে তার বাবা লাশ নিতে রাজি হননি। বিষয়টি জানতে পেরে শোবিজ সংশ্লিষ্টরা লাশ দাফনের আগ্রহ প্রকাশ করেন। পরিবার যদি হুমাইরার লাশ গ্রহণ না করে, তাহলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
আসাদ রেজা জানান, লাশ ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
লাহোরে জন্ম নেওয়া হুমায়রা ২০১৩ সালে মডেলিং শুরু করেন। ২০২২ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা’-তে অংশ নিয়ে দর্শকদের নজর কাড়েন। কিন্তু বিগত কয়েক বছর ধরে তিনি নিজেকে জনজীবন থেকে গুটিয়ে নিয়েছিলেন। ২০১৮ সাল থেকে করাচির সেই ফ্ল্যাটে একাই বসবাস করতেন এবং ২০২৪ সালের শুরু থেকেই ভাড়া পরিশোধ বন্ধ করে দেন।