বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সর্দারপাড়া এলাকার ‘আপন ছাত্রীনিবাস’ হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত জান্নাতুল ফেরদৌস টুম্পা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
টুম্পা সঙ্গে হোস্টেলে থাকা সহপাঠীরা জানান, দীর্ঘ সময় ধরে টুম্পার রুম বন্ধ থাকায় তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে দরজা ভেঙে রুমের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
তারেক রহমানের নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ গড়া সম্ভব : গিয়াস উদ্দিন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারী শাসনামলে ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশকে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই নতুনভাবে গড়ে তোলা সম্ভব।
দেশের মানুষ এখন বিএনপিকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে এবং তারেক রহমানের মধ্যেই একজন ডাইনামিক নেতার সমস্ত গুণাবলী খুঁজে পেয়েছে।
শনিবার ( ১২ জুলাই ) ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াস উদ্দিন বলেন, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করার পর থেকে সারা বাংলাদেশে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। যেখানেই যাই, নতুন নতুন মানুষ অনুরোধ জানায় যে তারা বিএনপির সদস্য হতে চায়।
ফতুল্লা বিএনপি’র সহ সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জি.এম. সাদরিলসহ ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।