বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র চলছে : টিপু
Published: 11th, July 2025 GMT
বাংলাদেশ জিয়াউর রহমানের পরিবার সবচেয়ে বেশি ত্যাগী শিকার করেছে, সবচেয়ে বেশি নির্যাতিত, তাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র চলছে।
ষড়যন্ত্র চলছে খালেদা জিয়ার বিরুদ্ধে, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে বিএনপির সকল নেতা কর্মীদের বিরুদ্ধে, তাই সবাইকে বলছি সতর্ক থাকবেন, আর দেশনায়ক তারেক রহমান ত্যাগিদের অবশ্যই মূল্যায়ন করবেন, আপনারা কখনো ত্যাগিদের বিরুদ্ধে যাবেন না, অবশ্যই আপনারা মূল্যায়ন পাবেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ২১নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার (১১ জুলাই) বিকেল চারটায় ২১নং ওয়ার্ডের সিকদার আঃ মালেক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, আর আপনারা গত ১৬টি বছর বন্দরের রাজনৈতিক কম কান্ড দেখেছেন, এই বন্ধরে কিছু লোক তারা অতীতের বিএনপি করেছে কিন্তু তারা ওসমান পরিবারের ভয়ে আতঙ্কিত হয়ে ভয় পেয়ে স্টেজে উঠে তাদের মঞ্চে ওঠে ওসমান পরিবারের হয়ে বক্তৃতা দিয়ে তাদের পারপাস সাফ করেছে। এখনো তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন,তার ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে দেখেছেন।
এই হাইব্রিড এই ওসমান পরিবারের দালালরা, জাতীয় পার্টির দালালরা, গণতন্ত্র পরিশুদ্ধ হওয়ার পরেও, এখনো তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, কিশোর গেংদের কি নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখন ২১ নম্বর ওয়ার্ডে তারা জোড়া খুন করিয়েছেন অতএব আমরা এই জোড়া খুনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, যারা এই জোড়া খুনের সাথে জড়িত তাদের অনতিবিলম্বে গ্রেফতার করার দাবী জানাচ্ছি । এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।
মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.
আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলী, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশু, মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র বাসেদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনাক্কা, সাংগঠনিক সম্পাদক শিপলু মিয়াজী প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ষড়যন ত র চলছ ব এনপ র স র ব এনপ পর ব র সদস য রহম ন
এছাড়াও পড়ুন:
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মানবে না: রিজভী
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেশের মানুষ কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার তথাকথিত নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটাররা যেতে পারেননি, সেখানে কুকুর-বিড়াল ঘোরাফেরা করেছে। সেই নির্বাচনের দিন শেষ। অসংখ্য রক্তের বিনিময়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ নির্বিঘ্ন হয়েছে। সেই পথ কেউ যেন আটকাতে না পারে, এ জন্য অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।
বুধবার দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়িতে ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়িতে গিয়ে তার ক্যান্সার আক্রান্ত মা বসুপতি চাকমার খোঁজখবর নেন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ঋতুপর্ণা অসাম্প্রদায়িক চেতনার মূলমন্ত্রকে ধারণ করে গোটা দেশকে আলোকিত করেছেন। বিগত ফ্যাসিস্ট আমলে শোষণ, জুলুম ও নির্যাতনের মাধ্যমে দেশের প্রতিভাকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে প্রতিভাগুলোকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার কোনো ব্যবস্থা আমরা এখনও দেখছি না। জাতীয় নারী ফুটবলের দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসুস্থ। এ খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত তার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে যে সহায়তা দিয়েছি তা সামান্য। তবে এ পরিবারের পাশে তারেক রহমান থাকবেন ও আমরা সবাই থাকব। আমার বিশ্বাস, সৃষ্টিকর্তা ঋতুপর্ণার মাকে সুস্থ করে তুলবেন।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে উন্নয়নের যে বুলি আওড়ানো হয়েছে, তার প্রমাণ তো আজকে আমরা এখানে এসে দেখতেই পেলাম। দুই-একটা পদ্মা সেতু করেই উন্নয়নের বুলি আওড়ানো হতো। এতদিন আমাদের যে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, সেটি যে ভাঁওতাবাজি আর প্রতারণা ছিল তার প্রমাণ ঋতুপর্ণার গ্রামের বাড়িতে এসে নিজ চোখে দেখে বুঝতে পারলাম। পাহাড়ি এ এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, না আছে কোনো রাস্তা-ঘাট, না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা। তারা তো বাংলাদেশের বাইরের কেউ না। পদ্মা সেতু আর ফ্লাইওভার দেখিয়ে ফ্যাসিস্ট সরকার জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে, সেটা আজ প্রমাণিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবারে’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক আলি বাবর, রাঙামাটি নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত অপু প্রমুখ।