পরিশ্রম করে রোজগার করি, জরিমানা দিতে চাই না: বুমরাহ
Published: 12th, July 2025 GMT
লর্ডসের ঐতিহাসিক মাঠে ইংলিশ ব্যাটিং লাইনআপকে ভেঙে চুরমার করে দিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৫তম ফাইফার তুলে নিয়েছেন বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই পেস তারকা। হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস ও জোফরা আর্চারকে ফিরিয়ে দেন তিনি।
তবে বুমরাহর ফাইফারের চেয়েও এ দিন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বলের মান নিয়ে তীব্র অসন্তোষ। নতুন বল নেওয়ার পর মাত্র ৬৩ বল খেলতেই তা আকার হারায়। পরে পরিবর্তিত বলটিও মাত্র ৪৮ বল পরেই আবার বদলাতে হয়। এই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন অধিনায়ক শুভমান গিল। অনফিল্ড আম্পায়ার পল রাইফেল এবং শরফুদ্দৌলার সঙ্গে বেশ উত্তেজিতভাবে কথা বলতেও দেখা যায় তাকে।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের সামনে বুমরাহ বলেন, ‘বারবার বল বদলাতে হচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। আমি এ নিয়ে কিছু বললে জরিমানা দিতে হতে পারে। আমি পরিশ্রম করে রোজগার করি, জরিমানা দিয়ে দিতে চাই না।’ এরপর হেসে যোগ করেন, ‘আমরা যা বল পেয়েছি, সেটি দিয়েই বল করেছি। মাঝে মাঝে বল ভালো থাকে, মাঝে মাঝে খারাপ থাকে। এটা খেলারই অংশ। আমরা কিছুই করতে পারি না, মানিয়ে নিতে হয়।’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৪ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। তবু তেমন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি তাকে। এ নিয়ে তিনি বলেন, ‘অনেক ক্লান্ত ছিলাম। তাছাড়া এখন আর ২১–২২ বছরের মতো উচ্ছ্বাস দেখানো চলে না। পাঁচ উইকেট নিলেই লাফিয়ে উল্লাস করার বয়স পেরিয়ে এসেছি। পরের বল করাই এখন লক্ষ্য।’
তবে ঐতিহাসিক লর্ডসের ‘অনার্স বোর্ড’-এ নাম ওঠা নিয়ে তিনি বেশ রোমাঞ্চিত। বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার ব্যাপার। ভবিষ্যতে ছেলেকে বলার মতো গল্প পেলাম।’
এই পারফরম্যান্সের মাধ্যমে বুমরাহ ভেঙেছেন কিংবদন্তি কপিল দেবের রেকর্ডও। বিদেশের মাটিতে ১৩ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট তুলে নিয়ে পেছনে ফেলেছেন কপিল দেবকে, যার ঝুলিতে ছিল ১২টি ফাইফার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
হবিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য নিচে নামেন দুই শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান তারা। এ ঘটনায় আহত হয়েছেন ভবন নির্মাণের ঠিকাদার।
আরো পড়ুন:
নালা থেকে উদ্ধার করা সেই শিশুকে বাঁচানো যায়নি
মিরসরাইয়ের মেলখুম ট্রেইলে ২ তরুণের মৃত্যু
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, ‘‘সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/মামুন/রাজীব