লর্ডসের ঐতিহাসিক মাঠে ইংলিশ ব্যাটিং লাইনআপকে ভেঙে চুরমার করে দিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৫তম ফাইফার তুলে নিয়েছেন বিশ্ব টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই পেস তারকা। হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস ও জোফরা আর্চারকে ফিরিয়ে দেন তিনি।

তবে বুমরাহর ফাইফারের চেয়েও এ দিন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বলের মান নিয়ে তীব্র অসন্তোষ। নতুন বল নেওয়ার পর মাত্র ৬৩ বল খেলতেই তা আকার হারায়। পরে পরিবর্তিত বলটিও মাত্র ৪৮ বল পরেই আবার বদলাতে হয়। এই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন অধিনায়ক শুভমান গিল। অনফিল্ড আম্পায়ার পল রাইফেল এবং শরফুদ্দৌলার সঙ্গে বেশ উত্তেজিতভাবে কথা বলতেও দেখা যায় তাকে। 

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের সামনে বুমরাহ বলেন, ‘বারবার বল বদলাতে হচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। আমি এ নিয়ে কিছু বললে জরিমানা দিতে হতে পারে। আমি পরিশ্রম করে রোজগার করি, জরিমানা দিয়ে দিতে চাই না।’ এরপর হেসে যোগ করেন, ‘আমরা যা বল পেয়েছি, সেটি দিয়েই বল করেছি। মাঝে মাঝে বল ভালো থাকে, মাঝে মাঝে খারাপ থাকে। এটা খেলারই অংশ। আমরা কিছুই করতে পারি না, মানিয়ে নিতে হয়।’

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৪ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। তবু তেমন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি তাকে। এ নিয়ে তিনি বলেন, ‘অনেক ক্লান্ত ছিলাম। তাছাড়া এখন আর ২১–২২ বছরের মতো উচ্ছ্বাস দেখানো চলে না। পাঁচ উইকেট নিলেই লাফিয়ে উল্লাস করার বয়স পেরিয়ে এসেছি। পরের বল করাই এখন লক্ষ্য।’

তবে ঐতিহাসিক লর্ডসের ‘অনার্স বোর্ড’-এ নাম ওঠা নিয়ে তিনি বেশ রোমাঞ্চিত। বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার ব্যাপার। ভবিষ্যতে ছেলেকে বলার মতো গল্প পেলাম।’

এই পারফরম্যান্সের মাধ্যমে বুমরাহ ভেঙেছেন কিংবদন্তি কপিল দেবের রেকর্ডও। বিদেশের মাটিতে ১৩ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট তুলে নিয়ে পেছনে ফেলেছেন কপিল দেবকে, যার ঝুলিতে ছিল ১২টি ফাইফার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ