নাসিক ও রেলওয়ের সমঝোতা স্মারকের নিন্দা
Published: 22nd, July 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও রেলওয়ের মধ্যে ১৪ ফুট রাস্তা নিয়ে সমঝোতা স্মারকের তীব্র নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।
মঙ্গলবার (২২ জুলাই) নাগরিক আন্দোলনের আহবায়ক রফিউর রাব্বি এক বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে উল্লেখ করছি যে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding (MOU)) এর কপি সম্প্রতি আমাদের হস্তগত হয়েছে।
এই স্মারকটি স্বাক্ষরিত হয়েছে ২০২৩ সালের ১৮ এপ্রিল। এই সমঝোতা স্মারকে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিতব্য কদমরসুল সেতুর জন্য প্রয়োজনীয় রেলওয়ের জায়গার বিনিময়ে রেলওয়েকে ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের জন্য শহরের এক নং রেলগেট থেকে দুই নং রেলগেট পর্যন্ত (সোহরাওয়ার্দী সড়ক) সড়কে ১৪ ফুট রাস্তা (যা রেললাইন থেকে দক্ষিণে সড়কে অবস্থিত) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রেলওয়েকে দিবে।
রেলস্টেশন, নদীবন্দর, বাসটার্মিনালে যাওয়ার জন্য সোহরাওয়ার্দী সড়কই একমাত্র সড়ক। দেশের বৃহত্তর রঙ-সূতা বাজার টানবাজারে যাওয়ার এইটি গুরুত্বপূর্ণ সড়ক, শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দর যাতায়াতের জন্য এইটি গুরুত্বপূর্ণ সড়ক।
এতকিছুর পরেও এমনি জনবিরোধী সিদ্ধান্ত কোন সংস্থা নিতে পারে বলে আমরা মনে করি না। এইটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি আত্মঘাতি সিদ্ধান্ত বলে আমরা মনে করি।
এমনিতেই কদমরসুল সেতুর পশ্চিমাংশের র্যাম্প (নামার মুখ) নারায়ণগঞ্জ কলেজের সামনে হলে ভয়াবহ দুর্ভোগ তৈরি হবে বলে নারায়ণগঞ্জের সচেতন নাগরিক মনে করছে। উপরন্তু এই সোহরাওয়ার্দী সড়ক ১৪ ফুট সংকুচিত হলে পুরো শহরই অচল হয়ে পড়বে। এখনই সোহরাওয়ার্দী সড়কে সীমাহীন দুর্ভোগ লেগে আছে।
ঢাকাগামী বাস রাস্তার দক্ষিণপাশে রেখে রাস্তাকে সংকুচিত করে ফেলেছে। এর মধ্যে এ সড়ক আরও ১৪ ফুট সংকুচিত হলে তা হয়ে উঠবে ওয়ানওয়ে সড়ক। আমরা জানিনা এমনি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী ভাবে জনগণের মতামত না নিয়ে, মতামতকে তোয়াক্কা না করে সিটি কর্পোরেশন গ্রহণ করেছে।
আমরা এই সমঝোতা স্মারকের তীব্র নিন্দা জানাই। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, জনগণকে না জানিয়ে অপরিকল্পিত, জনস্বার্থ বিরোধী এ সকল প্রকল্প নারায়ণগঞ্জবাসী কখনো মেনে নেবে না এবং হতে দেবে না।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র লওয় র র জন য ১৪ ফ ট স ম রক সমঝ ত
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।