চট্টগ্রামের মাইজভান্ডার দরবারের শৌচাগার থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
Published: 22nd, July 2025 GMT
চট্টগ্রামের ফটিকছড়িতে শৌচাগার থেকে মুহাম্মদ আরমান (২৭) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে থানা-পুলিশ মাইজভান্ডার দরবার শরিফের হক মঞ্জিলের একটি শৌচাগার থেকে লাশটি উদ্ধার কর হয়।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির গলায় দাগ পাওয়া গেছে। টিনশেড দরজা চাপা দেওয়া শৌচাগারের ভেতর তাঁর লাশ পড়ে ছিল। নিহত আরমান কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাসিন্দা। তিনি মাইজভান্ডার দরবার শরিফের হক মঞ্জিলে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। এ ঘটনার পর পুলিশ মুহাম্মদ সুমন নামের সন্দেহজনক একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত আরমান বেশ কিছুদিন ধরে মাইজভান্ডারের হক মঞ্জিলে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করছিলেন। এর মধ্যে আজ সকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেলে লোকজন শৌচাগারে আরমানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাটির তদন্ত করছে। সন্দেহজনক একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। পরিবার এলে হত্যা মামলা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ইজভ ন ড র আরম ন
এছাড়াও পড়ুন:
শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা
প্রায় ৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সাড়ে ১২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি করেন। আজ সোমবার দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।
মামলার এজাহারে বলা হয়, রাদওয়ান মুজিব সিদ্দিক জ্ঞাত আয়বহির্ভূতভাবে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর নামে কোনো স্বীকৃত ব্যবসা বা পেশাগত উৎস না থাকা সত্ত্বেও তিনি ৩টি ব্যাংক হিসাবে মোট ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।
অভিযোগে বলা হয়, এসব লেনদেনের মাধ্যমে তিনি অর্থের উৎস গোপন করেছেন।
এ ঘটনায় রাদওয়ান মুজিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা জমি বরাদ্দসংক্রান্ত অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন আহমেদসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র দাখিল করে দুদক। সেই মামলাগুলো এখন আদালতে বিচারাধীন। রাদওয়ান মুজিব সিদ্দিক ওই মামলাগুলোরও অন্যতম আসামি।