অন্যতম বাণিজ্য অংশীদার জাপানের সঙ্গে একটি ‘বড়’ আকারের বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, এ চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে পাল্টা শুল্ক বলবৎ থাকবে। আর যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন বা ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান।

ট্রাম্প আরও জানান, নতুন এ বাণিজ্য চুক্তির আওতায় গাড়ি, চাল, ট্রাক ও বেশকিছু কৃষিসামগ্রীসহ মার্কিন বিভিন্ন পণ্যের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করবে জাপান।

হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘মাত্রই আমি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করেছি। আমার মনে হয়, এটা সম্ভবত জাপানের সঙ্গে আমাদের পারস্পরিক ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি।’

এ মাসে জাপান সরকারকে দেওয়া এক চিঠিতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আগামী ১ আগস্টের আগে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা না গেলে জাপানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।

‘এখানে (হোয়াইট হাউসে) তাদের শীর্ষ ব্যক্তিরা ছিলেন। আমরা এটা (চুক্তি) নিয়ে দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করেছি। এটা সবার জন্যই একটি দারুণ চুক্তি। আমি সব সময় বলি, এটা সবার জন্যই দুর্দান্ত হতে হবে। এটা দারুণ একটি চুক্তি’, বলেন ট্রাম্প।

ওয়াশিংটনের সঙ্গে এ চুক্তি নিয়ে দর–কষাকষিতে টোকিওর পক্ষ থেকে মুখ্য আলোচক ছিলেন রয়োসেই আকাজাওয়া। গতকাল ফেসবুকে পোস্ট দিয়ে আকাজাওয়া জানান, তিনি হোয়াইট হাউস সফর করেছেন। হ্যাশট্যাগে লিখেছেন, ‘অভিযান সমাপ্ত’।

বিবিসির পক্ষ থেকে বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত জানতে ওয়াশিংটনে জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো কিছু জানানো হয়নি।

এ মাসে জাপান সরকারকে দেওয়া এক চিঠিতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আগামী ১ আগস্টের আগে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা না গেলে জাপানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।

মাত্রই আমি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করেছি। আমার মনে হয়, এটা সম্ভবত জাপানের সঙ্গে আমাদের পারস্পরিক ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট

এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির বিষয়ে বুধবার (২৩ জুলাই) ঘোষণা আসতে পারে। শিগগির আরও বেশকিছু চুক্তির কথাও জানা যাবে।

বাণিজ্য চুক্তির বিষয়ে বিস্তারিত জানার জন্য বিবিসি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে ইন্দোনেশিয়ার কী কী কেনার কথা আছে১৬ জুলাই ২০২৫আরও পড়ুনঅক্টোবরে ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা২২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য সবচ য়

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ