জাপানের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড়’ বাণিজ্য চুক্তি সই ট্রাম্পের, বসালেন ১৫ শতাংশ শুল্ক
Published: 23rd, July 2025 GMT
অন্যতম বাণিজ্য অংশীদার জাপানের সঙ্গে একটি ‘বড়’ আকারের বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, এ চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে পাল্টা শুল্ক বলবৎ থাকবে। আর যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন বা ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান।
ট্রাম্প আরও জানান, নতুন এ বাণিজ্য চুক্তির আওতায় গাড়ি, চাল, ট্রাক ও বেশকিছু কৃষিসামগ্রীসহ মার্কিন বিভিন্ন পণ্যের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করবে জাপান।
হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘মাত্রই আমি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করেছি। আমার মনে হয়, এটা সম্ভবত জাপানের সঙ্গে আমাদের পারস্পরিক ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি।’
এ মাসে জাপান সরকারকে দেওয়া এক চিঠিতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আগামী ১ আগস্টের আগে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা না গেলে জাপানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।‘এখানে (হোয়াইট হাউসে) তাদের শীর্ষ ব্যক্তিরা ছিলেন। আমরা এটা (চুক্তি) নিয়ে দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করেছি। এটা সবার জন্যই একটি দারুণ চুক্তি। আমি সব সময় বলি, এটা সবার জন্যই দুর্দান্ত হতে হবে। এটা দারুণ একটি চুক্তি’, বলেন ট্রাম্প।
ওয়াশিংটনের সঙ্গে এ চুক্তি নিয়ে দর–কষাকষিতে টোকিওর পক্ষ থেকে মুখ্য আলোচক ছিলেন রয়োসেই আকাজাওয়া। গতকাল ফেসবুকে পোস্ট দিয়ে আকাজাওয়া জানান, তিনি হোয়াইট হাউস সফর করেছেন। হ্যাশট্যাগে লিখেছেন, ‘অভিযান সমাপ্ত’।
বিবিসির পক্ষ থেকে বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত জানতে ওয়াশিংটনে জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো কিছু জানানো হয়নি।
এ মাসে জাপান সরকারকে দেওয়া এক চিঠিতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আগামী ১ আগস্টের আগে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা না গেলে জাপানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।
মাত্রই আমি ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করেছি। আমার মনে হয়, এটা সম্ভবত জাপানের সঙ্গে আমাদের পারস্পরিক ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টএদিকে ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির বিষয়ে বুধবার (২৩ জুলাই) ঘোষণা আসতে পারে। শিগগির আরও বেশকিছু চুক্তির কথাও জানা যাবে।
বাণিজ্য চুক্তির বিষয়ে বিস্তারিত জানার জন্য বিবিসি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে ইন্দোনেশিয়ার কী কী কেনার কথা আছে১৬ জুলাই ২০২৫আরও পড়ুনঅক্টোবরে ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা২২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
এশিয়া কাপ-২০২৫ এর সুপার ফোরে জায়গা করে নিলো আনপ্রেডিক্টেবল পাকিস্তান। বুধবার দিবাগত রাতে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে ভারতের সঙ্গী হলো সালমান-শাহীনরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আলো-ঝলমলে রাতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৯ উইকেটে ১৪৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভার পর্যন্ত টিকেছিল আমিরাত। কিন্তু শেষ পর্যন্ত ১০৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সেই সুবাদে সহজ জয় নিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে পাকিস্তান।
আরো পড়ুন:
আরব আমিরাতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান
বেথেলের ইতিহাস গড়া দিনে ইংল্যান্ডের দাপুটে জয়
এই জয়ের নায়ক নিঃসন্দেহে শাহীন শাহ আফ্রিদি। বিপদের মুহূর্তে নামতে হয় তাকে ব্যাট হাতে। সেখানে ১৪ বলে ৩টি চার ও ২টি ছক্কার ঝড়ে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলেন তিনি, যা পাকিস্তানের সংগ্রহকে দাঁড় করায় লড়াইযোগ্য অবস্থানে। শুধু ব্যাটেই নয়, বল হাতেও ছিলেন সমান কার্যকর। ৩ ওভারে মাত্র ১৬ রান খরচ করে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। এমন সর্বাঙ্গীন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠে যায় তার ঝুলিতে।
তবু শুরুটা বেশ আশাব্যঞ্জক ছিল আমিরাতের। ১৩.৫ ওভার পর্যন্ত তারা প্রতিযোগিতায় টিকে ছিল দারুণভাবে। তিন উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৮৫ রান। কিন্তু এরপর যেন ধস নামে। মাত্র ২০ রানের ব্যবধানে বাকি সাত উইকেট হারিয়ে পুরো দল অলআউট হয়ে যায় ১০৫ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন রাহুল চোপড়া, যার ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছক্কা। ধ্রুব পারাশার যোগ করেন ২০, মুহাম্মদ ওয়াসিম ১৪ এবং আলিশান শারাফু করেন ১২ রান।
পাকিস্তানের বোলিং আক্রমণে শাহীনের সঙ্গে তাল মিলিয়ে দুটি করে উইকেট নেন হারিস রউফ ও আবরার আহমেদ।
এর আগে ব্যাট হাতে পাকিস্তানও ভুগেছে। চারজন ছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফখর জামান খেলেন ৩৬ বলে ৫০ রানের দৃষ্টিনন্দন ইনিংস, যেখানে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। শাহীন আফ্রিদির অপরাজিত ২৯ রান ছাড়া অধিনায়ক সালমান আলি আগা ২০ এবং মোহাম্মদ হারিস যোগ করেন ১৮ রান।
আমিরাতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জুনায়েদ সিদ্দিকী। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। সিমরানজিত সিংয়ের বোলিং ফিগারও কম চমকপ্রদ নয়, ৪ ওভারে ২৬ রান খরচ করে শিকার করেন ৩ উইকেট।
এই জয়ে পাকিস্তান-ভারত দ্বৈরথের আরেকটি অধ্যায় লেখার সুযোগ তৈরি হলো। শুধু তাই নয়, ভাগ্য যদি সহায় হয়, তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল লড়াইও দেখা যেতে পারে এবারের এশিয়া কাপে।
ঢাকা/আমিনুল