Risingbd:
2025-07-29@20:27:18 GMT

টস হেরে ব্যাট করছে ভারত

Published: 23rd, July 2025 GMT

টস হেরে ব্যাট করছে ভারত

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থটি বাংলাদেশ সময় আজ বুধবার (২৩ জুলাই) বিকেল থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হয়েছে। টস জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি অবশ্য ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন।

টস হেরে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে ভারত। যদিও তাদের একেবারে মন্দ হয়নি। উদ্বোধনী জুটিতে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল ৯৪ রান তোলেন। এই রানে ক্রিস ওকসের বলে জ্যাক ক্রাউলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। তিনি ৪টি চারে ৪৬ রান করেন।

১২০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। এবার লিয়াম ডসনের বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জয়সওয়াল। তিনি ১০টি চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন। ১৪০ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। এবার অধিনায়ক শুভমান গিল স্টোকসের বলে এলবিডব্লিউ হন ব্যক্তিগত ১২ রানে।

আরো পড়ুন:

৮ বছর পর টেস্ট দলে ফিরেই একাদশে ডসন

জয়ের পরও স্বস্তি নেই ইংল্যান্ডের, শাস্তির খড়গে কাটা গেল পয়েন্ট!

সেখান থেকে সাই সুদর্শন ও ঋষভ পন্ত মিলে এগিয়ে নিচ্ছেন দলীয় সংগ্রহ। সুদর্শন ৩০ ও পন্ত ৮ রানে ব্যাট করছেন।

প্রথম তিন টেস্টের দুটি জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। এই টেস্ট জিতলে তারা সিরিজ জয় নিশ্চিত করবে। অন্যদিকে ভারত জিতলে ফিরবে সমতা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ