চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহরগামী শাটল ট্রেনে ১৯ জন বালককে হাতে পাথর থাকা অবস্থায় আটক ষোলশহর রেলওয়ে পুলিশ। পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী ৩টা ৩৫ মিনিটের শাটলে তাদের করে পুলিশ।

ষোলশহর রেলওয়ে পুলিশ জানিয়েছে, শহরগামী শাটলে তারা বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে থেকে ওঠে। তাদের কেউ বগিতে, কেউ ছাঁদে অবস্থান করছিল। এ সময় কয়েকজনের হাতে পাথর দেখা যায়। শাটলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় উপস্থিত একজন পুলিশ বালকদের আটক করতে সক্ষম হন। পরে তাদের ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

আরো পড়ুন:

বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৫ ছাত্রী বহিষ্কার

ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে একাট্টা

আটক বালকরা হলো- রবিউল (১৫), সাগর মিয়া (১৭), ইমন(১৪), হাসিব (১৪), ইয়াছিন আরাফাত (১৩), শাকিব (১২), সিয়াম (১২), রাব্বি (১৩), শোভন (১৪), সাব্বির (১১), আকতার আহাম্মেদ (১১), আরমান (১৩), তুহিন (৭), ইসমাইল (১০), তানজির হোসেন নীরব (১১), হোসেন (১০),  ইমরান  হোসন (১২), সিহাব উদ্দিন কাছিফ (১০) ও ইয়াছিন (১০)। 

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ীর আইসি ও এসআই আবুল কাশেম রাইজিংবিডিকে বলেন, “আমাদের একজন এসআই শাটলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষার্থীদের সহায়তায় ১৯ জন টোকাইকে ধরা হয়েছে। তাদের কারো কারো হাতে পাথর দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তারা শাটলে পাথর নিক্ষেপ চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।”

তিনি বলেন, “তারা বয়সে কম হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের অভিভাবকদের নিকট সোপর্দ করা হয়েছে। এ সময় তারা শাটলে আর উঠবে না এবং পাথর নিক্ষেপ করবে না মর্মে অঙ্গিকার প্রদান করে।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, “বিষয়টা আমাদের প্রক্টরিয়াল বডিকে অবগত করা হয়েছে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যে দফায় দফায় বৈঠক করছি, এটি তারই একটি ফলাফল। বিশ্ববিদ্যালয় ও রেলওয়ে প্রশাসন এবং শিক্ষার্থীরা আরো সচেতন হলে শাটলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়ানো সম্ভব।”

ঢাকা/মিজান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে যা জানা গেলো

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে একটি বহুতল অফিসে বন্দুক হামলায় নিহত হয়েছেন নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬)। জানা গেছে, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী ছিলেন। খবর রয়টার্সের।

নিহত কর্মকর্তা দিদরুল ইসলামকে একজন ‘বীর বাংলাদেশি অভিবাসী’ হিসেবে উল্লেখ বর্ণনা করেছেন নিউ ইয়র্কের মেয়র এবং নিউ ইয়র্কের পুলিশ কমিশনার। তারা বলেছেন, ওই কর্মকর্তা নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যদের জীবন রক্ষা করেছিলেন।

সোমবার ম্যানহাটনের মিডটাউন অফিস টাওয়ারের ভেতরে এক বন্দুকধারী হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬) সহ চারজনকে হত্যা করে। হামলাকারী পরবর্তীতে আত্মহত্যা করেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

আরো পড়ুন:

পুতিনকে এবার ১২ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “ভয়াবহ একটি বন্দুক সহিংসতার ঘটনায় আমরা চারটি প্রাণ হারিয়েছি, যার মধ্যে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের একজন সদস্য ‘অফিসার ইসলাম’ রয়েছেন। 

অ্যাডামস জানান, নিহত অফিসার তিন বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী।

মেয়র বলেন, “হামলার সময় অফিসার ইসলাম অন্যদের জীবন রক্ষা করছিলেন, তিনি নিউ ইয়র্কবাসীদের রক্ষা করছিলেন। তিনি এই শহরকে ভালোবাসতেন এবং আমরা যাদের সাথে কথা বলেছি তারা সবাই বলেছেন যে, তিনি একজন সৎ মানুষ ও ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি ছিলেন।”

মেয়র আরো জানিয়েছেন, সোমবার রাতে তিনি অফিসর ইসলামের পরিবারের সঙ্গে দেখা করেছেন। 

মেয়র আরো বলেন, “আমি তাদেরকে বলেছি, অফিসার ইসলাম একজন একজন বীর এবং আমরা তার ত্যাগের প্রশংসা করি।”

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ সংবাদ সম্মেলনে জানান, অফিসার ইসলাম বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল। তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।

পুলিশ কমিশনার বলেন, “অফিসার ইসলাম নিজেকে ঝুঁকির মুখে ফেলেছিলেন। তিনি চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন, তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতেন না: নাহিদ
  • কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস
  • নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে যা জানা গেলো