সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশের লিগে খেলা ফুটবলারদের মেলা বসেছে। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে দিয়ে উত্তেজনা রীতিমতো চূড়া স্পর্শ করেছে। জামাল ভূঁইয়াকে দিয়ে ২০১৩ সালে শুরু হয়েছিল প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে ভেড়ানোর যাত্রা, হামজা যোগ দেওয়ার পর এ সময়ে নতুন মাত্রা পেয়েছে।

জামাল ভূঁইয়া ছাড়াও এর মধ্যে প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলে যোগ দিয়েছেন তারিক কাজী, শমিত সোম এবং ফাহামিদুল ইসলাম। এবার আলোচনায় উঠে এসেছেন আরও এক ফুটবলার। তাঁর নাম ফারহান আলী ওয়াহিদ।

এত দিন ফুলহামের বয়সভিত্তিক দলে খেলা ফারহান গতকাল ক্লাবটির সঙ্গে ক্যারিয়ারের প্রথম পেশাদার চুক্তি সম্পন্ন করেন। চুক্তি স্বাক্ষরের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেছেন ফারহান। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ফুটবল সমর্থকদের আলোচনার কেন্দ্রে এই উইঙ্গার।

আরও পড়ুনহামজা-শমিত হওয়ার স্বপ্নে ট্রায়ালে ৪৯ প্রবাসী ফুটবলার২৮ জুন ২০২৫

লেফট উইংয়ে খেলা ফারহানের জন্ম ইংল্যান্ড। তাঁর মা–বাবা দুজনেই বাংলাদেশি হলেও তাঁদের জন্মও ইংল্যান্ডে। ফুটবলে ফারহানের যাত্রা শুরু হয় চেলসিতে। ২০১৯ সালে চেলসি অনূর্ধ্ব–১২ দল ছেড়ে যোগ দেন ফুলহামে। এরপর খেলেছেন ফুলহামের অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে। গত মৌসুমে চোটে ভুগলেও ফুলহাম অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২০ ম্যাচে ৭ গোল এবং ৪টি গোল বানান।

গত মৌসুমে ফুলহাম অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক হয় ফারহানের। যেখানে প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে পিএসভির বিপক্ষে ৪-৪ গোলে ড্রয়ের ম্যাচে বদলি নেমে গোলও করেন। এই পারফরম্যান্সই মূলত ফুলহামের সঙ্গে ফারহানের পেশাদার চুক্তির দুয়ার খুলে দেয়।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তি সই করে ফারহান বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ফুটবল খেলতে শুরু করার পর থেকেই আমি এই মুহূর্তের জন্য পরিশ্রম করে যাচ্ছি। আর এখন আমি এই পর্যায়ে আছি, অনুভূতিটা অসাধারণ।’

আরও পড়ুনশমিত এখন বাংলাদেশের, জুনে খেলবেন হামজার সঙ্গে০৬ মে ২০২৫

এ সময় ফারহান আরও যোগ করে বলেছেন, ‘আমি ফুলহামে যোগ দিই অনূর্ধ্ব-১৩ পর্যায়ে। আর এটা রোলারকোস্টারের মতো একটা যাত্রা ছিল। এখানে পুরো পথচলাটা আমি দারুণভাবে উপভোগ করেছি। বয়সভিত্তিক প্রতিটি ধাপে আমার পাশে ভালো এক দল সতীর্থ ছিল, যারা আমাকে শুরু থেকেই আপন করে নিয়েছে। আমার পরিবার সব সময় আমার স্বপ্নপূরণে পাশে থেকেছে। আর এ জন্য তাঁদের অনেক ত্যাগও স্বীকার করেছে। তারা সব সময় আমাকে পরামর্শ দিয়ে বলেছে পা যেন মাটিতে থাকে।’

মা–বাবার কারণে সামনের দিনগুলোয় নিশ্চিতভাবেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আলোচনায় থাকবেন ফারহান। তবে ফারহান শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলবেন কি না, তা নিশ্চিত নয়। শুরুতে নিশ্চয়ই ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলে নিজের অবস্থান দৃঢ় করার চেষ্টা করবেন তিনি। ২০২০ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৫ দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ক্যারিয়ার এগিয়ে চলার সঙ্গে ফারহান নিশ্চয়ই পারিপার্শ্বিক অবস্থা বুঝে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন র ধ ব ফ লহ ম র ফ রহ ন র ফ টবল র

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ