শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে: নাহিদ ইসলাম
Published: 25th, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা এমন একটা দেশে বাস করি, যেখানে বাসের ফিটনেস থাকে না, বিমানের ফিটনেস থাকে না, এমনকি মানুষেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে।’
আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ করে বলেন, ‘আল্লাহ এই পরিবারগুলোকে ধৈর্য ধরার শক্তি দিন।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব। যাঁরা গণ–আন্দোলনে শহীদ হয়েছেন, যে আকাঙ্ক্ষায় মানুষ জীবন দিয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা আছেন, তাঁদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই রাষ্ট্র মেরামত করতে হবে। এনসিপি রাষ্ট্র মেরামতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এ জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথা শুনছি।’ তিনি বলেন, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে। তাঁরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন।
পথসভায় আগত লোকজনের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা আপনাদের চিনতাম না, আপনারাও আমাদের চিনতেন না। ইতিহাস ও সময় আমাদের সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছে। বিগত ১৬ বছর শেখ হাসিনার ফ্যাসিবাদ, গুম, খুন, গণহত্যার বিরুদ্ধে বিরোধী দলগুলোর নেতারা যখন আন্দোলন এগিয়ে নিতে পারছিলেন না, তখন জনতা রাস্তায় নেমে আসে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে প্রকৃত বিজয়ী জনগণ। জনগণকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘মুজিববাদ এখনো নানাভাবে ছলেবলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এ দেশে মুজিববাদের জায়গা হবে না। মুজিববাদ মানেই একদলীয় শাসন, লুটেরা, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল। মুজিববাদকে এ দেশে দাঁড়াতে দেওয়া হবে না।’ তিনি বলেন, সুনামগঞ্জ হাওর ও নদীর এলাকা। হাওরের প্রকৃতি ও পরিবেশ এবং মানুষের কথা মাথায় রেখেই উন্নয়ন করতে হবে। এখানকার কৃষি ও কৃষককে গুরুত্ব দিতে হবে।
সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভায় অংশ নেওয়া লোকজনের একাংশ। শুক্রবার বিকেলে জেলা শহরের আলফাত স্কয়ার এলাকায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন হ দ ইসল ম ম জ বব দ এনস প র আম দ র র জন য নত ন ব ফ টন স
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা