শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে: নাহিদ ইসলাম
Published: 25th, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা এমন একটা দেশে বাস করি, যেখানে বাসের ফিটনেস থাকে না, বিমানের ফিটনেস থাকে না, এমনকি মানুষেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে।’
আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ করে বলেন, ‘আল্লাহ এই পরিবারগুলোকে ধৈর্য ধরার শক্তি দিন।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব। যাঁরা গণ–আন্দোলনে শহীদ হয়েছেন, যে আকাঙ্ক্ষায় মানুষ জীবন দিয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা আছেন, তাঁদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই রাষ্ট্র মেরামত করতে হবে। এনসিপি রাষ্ট্র মেরামতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এ জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথা শুনছি।’ তিনি বলেন, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে। তাঁরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন।
পথসভায় আগত লোকজনের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা আপনাদের চিনতাম না, আপনারাও আমাদের চিনতেন না। ইতিহাস ও সময় আমাদের সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছে। বিগত ১৬ বছর শেখ হাসিনার ফ্যাসিবাদ, গুম, খুন, গণহত্যার বিরুদ্ধে বিরোধী দলগুলোর নেতারা যখন আন্দোলন এগিয়ে নিতে পারছিলেন না, তখন জনতা রাস্তায় নেমে আসে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে প্রকৃত বিজয়ী জনগণ। জনগণকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘মুজিববাদ এখনো নানাভাবে ছলেবলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এ দেশে মুজিববাদের জায়গা হবে না। মুজিববাদ মানেই একদলীয় শাসন, লুটেরা, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল। মুজিববাদকে এ দেশে দাঁড়াতে দেওয়া হবে না।’ তিনি বলেন, সুনামগঞ্জ হাওর ও নদীর এলাকা। হাওরের প্রকৃতি ও পরিবেশ এবং মানুষের কথা মাথায় রেখেই উন্নয়ন করতে হবে। এখানকার কৃষি ও কৃষককে গুরুত্ব দিতে হবে।
সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভায় অংশ নেওয়া লোকজনের একাংশ। শুক্রবার বিকেলে জেলা শহরের আলফাত স্কয়ার এলাকায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন হ দ ইসল ম ম জ বব দ এনস প র আম দ র র জন য নত ন ব ফ টন স
এছাড়াও পড়ুন:
কাবিনে যেহেতু স্বাক্ষর করেছেন, সংসারও করতে হবে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষর করে, আবার সেই স্বাক্ষরের বিপক্ষেই অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম সদরের বাইপাস এলাকায় এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।
জাতীয় স্বার্থের বিরুদ্ধে ‘না’–এর পক্ষে অবস্থানকারীদের হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয়, একটি রাজনৈতিক দল জুলাই সনদে আমাদের মৌলিক বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জুলাই সনদে স্বাক্ষর করে, আজ আবার সেই স্বাক্ষরের বিপক্ষেই অবস্থান নিয়েছে। তাহলে আমরা বলব বিয়েই যেহেতু করবেন না, তাহলে কাবিননামায় স্বাক্ষর কেন করলেন? সংসার যদি না–ই করবা, তাহলে কবুল কেন বললা। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু স্বাক্ষরও করেছেন, আপনাদের সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে, আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে।’
জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থা নিয়েছে, তারাই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমাদের কথা বলার অধিকার কেড়ে নেবে, ভোটের অধিকার কেড়ে নেবে। এদের বিষয়ে জাতিকে সজাগ থাকতে হবে।’
এনসিপির এই নেতা বলেন, ‘এ সংস্কারের বিপক্ষে যারা “না”–এর অবস্থান নিয়েছে, তাদের আপনারা চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবধায়কের বিপক্ষে ও আপনার ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষেই অবস্থান নেবে।’
এর আগে ফিতা কেটে কুমিল্লার লাকসাম উপজেলা এনসিপির কার্যালয় উদ্বোধন করেন হাসনাত আবদুল্লাহ।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক (কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক) নাভিদ নওরোজ শাহ। দলের লাকসাম উপজেলা প্রধান সমন্বয়ক আল মাহমুদের (ফজলে রাব্বী) সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জুলাই আন্দোলনের শহীদ লাকসামের জিসানের নানা জাবেদ মিয়া, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সালাউদ্দিন জাবের, লাকসাম উপজেলা সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ। পথসভা সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান ও মো.আশিকুল ইসলাম। সভা শেষে লাকসাম সদরে এনসিপির পক্ষে জনমত গঠনে প্রচারপত্র বিতরণ করা হয়।