কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ‘নো-মেকআপ’ লুক ট্রেন্ড চলছে। অনেক তারকা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘নো-মেকআপ’ লুক প্রকাশ করেছেন। এবার সেই স্রোতে গা ভাসালেন এ সময়ের অন্যতম সাহসী ও চিন্তাশীল অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে এর সঙ্গে ভিন্ন এক ভাবনাও তুলে ধরেছেন এই তারকা।

মঙ্গলবার (২৭ জুলাই) নিজের ফেসবুকে নতুন সিনেমা ‘চারুলতা’–র একটি লুক শেয়ার করেছেন ভাবনা। ক্যাপশনে এ অভিনেত্রী বলেন, “মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। তবে আমার কাজ যারা দেখেন, তারা জানেন—আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং ডিরেক্টর যেভাবে আমাকে দেখতে চেয়েছেন, সেভাবেই পর্দায় হাজির হতে চেয়েছি।” 

চরিত্রের গভীরে প্রবেশ করা ভাবনার মূল লক্ষ্য। তার ভাষায়—“ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তার প্রস্তুতি কৃত্রিমতা নয় বরং চরিত্রের গভীরে প্রবেশ করাই আসল।” 

আরো পড়ুন:

ভাবনার পোশাক ভাবনা যার

আট বছর আগে সিনেমায় যাত্রা শুরু করেন ভাবনা। প্রথম চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায়ও তিনি ছিলেন সম্পূর্ণ মেকআপহীন। এ বিষয়ে তিনি বলেন, “আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি, এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয়। আমি কখনই সেই চেনা নায়িকাটা হতে চাইনি। আমি হতে চাই আমার মতো।” 

সিনেমার ধরন নিয়ে ভাবনার বক্তব্য বেশ স্পষ্ট। তিনি বলেন, “আমি ধুমধারাক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না। আমি ৩ বছর বয়স থেকে নাচ শিখেছি, নাচের সিনেমাও করবই। তবে আমি চাই এমন চরিত্র, যেটা আমাকে তৈরি করে, চ্যালেঞ্জ দেয়।” 

এই বক্তব্য থেকেই বোঝা যায়, ভাবনা শুধু পর্দার বাহারি মুখ হতে চান না, বরং শিল্পের গভীরতায় নিজেকে প্রতিষ্ঠা করতে চান। নতুন সিনেমা ‘চারুলতা’ এর লুক নিয়ে নিজের প্রত্যাশাও জানিয়েছেন তিনি।  

এ অভিনেত্রী বলেন, “এই ছবিটা আমার নতুন সিনেমা ‘চারুলতা’ এর। দেখেই বুঝতে পারছেন। আমি অভিনেতা হতে চাই, তার মানে এই নয় যে, আমি সব ধরনের সিনেমা করব না। একদিন অবশ্যই আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেতা হবো—এটাই আমার বিশ্বাস। কারণ আমার শক্তি আমার দর্শক। তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন।” 

আশনা হাবিব ভাবনা অভিনীত কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে—‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’, ‘চারুলতা’।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ বন র প শ ক চর ত র ম কআপ

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ