সুপারশপে স্মার্ট কেনাকাটার ১০ কৌশল
Published: 29th, July 2025 GMT
শহরে জীবনে বাজারসদাই করার জন্য সুপারশপগুলো ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশে মাছ–মাংস থেকে শুরু করে জামাকাপড়—সবই মেলে এসব সুপারশপে। আগোরা, মীনা বাজার, স্বপ্ন, ইউনিমার্টসহ বেশ কিছু সুপারশপ ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তবে মূল্যস্ফীতির এই সময়ে সুপারশপে স্মার্ট কেনাকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, সঠিকভাবে কৌশলী হয়ে খরচ না করলে আপনার পকেট ফাঁকা হয়ে যেতে পারে; পড়তে পারেন বিপাকে। সুপারশপে কেনাকাটা সহজ। কিন্তু অসতর্ক হলে আপনি অপ্রয়োজনীয় খরচে ডুবে যেতে পারেন।
তাই সুপারশপে স্মার্ট কেনাকাটার কিছু কৌশল দেওয়া হলো—১.
ফর্দ ছাড়া ঢুকবেন না
সুপারশপে ঢোকার আগে ফোনে বা কাগজে কী কিনবেন বা কী প্রয়োজন, এর তালিকা করে নিন। কারণ, এতে সুপারশপে সব সময়ে বিভিন্ন পণ্যের অফার থাকে। তাই সঙ্গে ফর্দ বা তালিকা থাকলে এসব অফার দেখে বা সাজানো পণ্যের মোহে পড়ে অপ্রয়োজনীয় কিছু কিনে ফেলবেন না।
২. কত টাকা খরচ করবেন, ঠিক করুনসুপারশপে গিয়ে নগদ বা কার্ডে কত টাকা খরচ করবেন, তা ঠিক করুন। কারণ, কার্ড থাকলে অনেক সময় খরচের সীমা ঠিক থাকে না। সুপারশপের নানা অফারে শুধু কেনাকাটায় মন চলে যায়। তাই কত টাকা খরচ করবেন, সেটা সুপারশপে যাওয়ার আগেই ঠিক করুন। প্রতিজ্ঞাবদ্ধ হোন, ‘আজ এক হাজার টাকার বেশি খরচ নয়।’
৩. ছাড় দেখে নয়, প্রয়োজন বুঝে কিনুনসুপারশপে অনেক পণ্যে বিভিন্ন হারে ছাড় থাকে, যেমন ৩০ শতাংশ ছাড়, একটা কিনলে আরেকটা ফ্রি ইত্যাদি। এসবে গা না ভাসিয়ে আপনার প্রয়োজন অনুসারে কেনাকাটা করুন। ছাড়ের আগে ও পরে ওই পণ্যের দাম যাচাই করুন।
৪. অফ–পিক সময় (সকাল বা দুপুর) যানসকাল বা দুপুরে ভিড় কম থাকে। তাই এ সময়ে সুপারশপে যেতে পারেন। অবশ্য এটা আপনার নিজস্ব সময় ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। তবে সকাল বা দুপুরে গেলে আপনি ধীরে ও মনোযোগ দিয়ে পণ্য বেছে নিতে পারবেন।
৫. নিজের ব্যাগ নিনএখন অনেক সুপারশপে বাজারসদাই করার পর বিল পরিশোধের ব্যাগ কিনতে হয়। সুপারশপগুলো ব্যাগ দেয় না। তাই বাড়তি খরচ বাঁচাতে সুপারশপে ব্যাগ নিয়ে যান। এতে খরচ বাঁচে।
৬. চোখের সামনে রাখা পণ্যে প্রলুব্ধ হবেন নাঅনেক সুপারশপের একটি ব্যবসায় কৌশল আছে। সবচেয়ে বেশি লাভ হয়, এমন পণ্য সুপারশপের র্যাকের চোখ বরাবর তাকে রাখা হয়। তাই নিচের বা ওপরের তাক দেখুন। অনেক সময় সাশ্রয়ী বিকল্প পণ্য পেয়ে যেতে পারেন।
৭. হিমায়িত ও প্রক্রিয়াজাত খাবারে সাবধানপ্রস্তুত খাবার বা হিমায়িত খাবার দেখতে বেশ ভালো। কিন্তু দাম বেশি পড়ে। যদি এসব খাবার বাসায় রান্না করা সম্ভব হয়, তাহলে এসব প্রস্তুত খাবার বা হিমায়িত খাবার না কেনাই ভালো। এসব আপনি ঘরে রান্না করলে কত কম খরচ হতো, তা–ও বিবেচনা করতে পারেন।
৮. যেসব পণ্যে অফার নিতে পারেনএকটা কিনলে আরেকটা ফ্রি, এমন অফার নেওয়ার চিন্তা করুন, পণ্যটি আপনার জরুরি কি না। এখানে একটি টিপস আছে, যে পণ্যটি আপনি প্রায় প্রতিদিন ব্যবহার করেন, পুরো মাসে ওই পণ্য বেশি কিনতে হয়, সেসব পণ্যের অফার নিতে পারেন। যেমন সাবান ও টিস্যু—এসব সারা মাসই ব্যবহার করতে হয়।
৯. রসিদ মিলিয়ে দেখুনকেনাকাটা শেষে যখন কাউন্টারে বিল পরিশোধ করবেন, তখন মিলিয়ে দেখবেন, যে দাম পণ্যের গায়ে লেখা ছিল, সেই দাম রসিদে আছে কি না। অনেক সময় দাম ভুল স্ক্যান হয় কিংবা অফার কার্যকর হয় না।
তাই সুপারশপ ছাড়ার আগেই মিলিয়ে দেখুন।
১০. মেয়াদপূর্তির তারিখ দেখুনঅফার দেওয়া অনেক পণ্যের মেয়াদ শেষ হওয়ার পথে থাকে। ‘বিক্রির জন্য নয়’ লেখা পণ্যও সুপারশপে থাকতে পারে। তাই এসব বিষয়ে সাবধানতা অবলম্বন করুন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প রশপ অন ক স করব ন আপন র ক সময়
এছাড়াও পড়ুন:
সুপারশপে স্মার্ট কেনাকাটার ১০ কৌশল
শহরে জীবনে বাজারসদাই করার জন্য সুপারশপগুলো ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশে মাছ–মাংস থেকে শুরু করে জামাকাপড়—সবই মেলে এসব সুপারশপে। আগোরা, মীনা বাজার, স্বপ্ন, ইউনিমার্টসহ বেশ কিছু সুপারশপ ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তবে মূল্যস্ফীতির এই সময়ে সুপারশপে স্মার্ট কেনাকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, সঠিকভাবে কৌশলী হয়ে খরচ না করলে আপনার পকেট ফাঁকা হয়ে যেতে পারে; পড়তে পারেন বিপাকে। সুপারশপে কেনাকাটা সহজ। কিন্তু অসতর্ক হলে আপনি অপ্রয়োজনীয় খরচে ডুবে যেতে পারেন।
তাই সুপারশপে স্মার্ট কেনাকাটার কিছু কৌশল দেওয়া হলো—১. ফর্দ ছাড়া ঢুকবেন না
সুপারশপে ঢোকার আগে ফোনে বা কাগজে কী কিনবেন বা কী প্রয়োজন, এর তালিকা করে নিন। কারণ, এতে সুপারশপে সব সময়ে বিভিন্ন পণ্যের অফার থাকে। তাই সঙ্গে ফর্দ বা তালিকা থাকলে এসব অফার দেখে বা সাজানো পণ্যের মোহে পড়ে অপ্রয়োজনীয় কিছু কিনে ফেলবেন না।
২. কত টাকা খরচ করবেন, ঠিক করুনসুপারশপে গিয়ে নগদ বা কার্ডে কত টাকা খরচ করবেন, তা ঠিক করুন। কারণ, কার্ড থাকলে অনেক সময় খরচের সীমা ঠিক থাকে না। সুপারশপের নানা অফারে শুধু কেনাকাটায় মন চলে যায়। তাই কত টাকা খরচ করবেন, সেটা সুপারশপে যাওয়ার আগেই ঠিক করুন। প্রতিজ্ঞাবদ্ধ হোন, ‘আজ এক হাজার টাকার বেশি খরচ নয়।’
৩. ছাড় দেখে নয়, প্রয়োজন বুঝে কিনুনসুপারশপে অনেক পণ্যে বিভিন্ন হারে ছাড় থাকে, যেমন ৩০ শতাংশ ছাড়, একটা কিনলে আরেকটা ফ্রি ইত্যাদি। এসবে গা না ভাসিয়ে আপনার প্রয়োজন অনুসারে কেনাকাটা করুন। ছাড়ের আগে ও পরে ওই পণ্যের দাম যাচাই করুন।
৪. অফ–পিক সময় (সকাল বা দুপুর) যানসকাল বা দুপুরে ভিড় কম থাকে। তাই এ সময়ে সুপারশপে যেতে পারেন। অবশ্য এটা আপনার নিজস্ব সময় ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। তবে সকাল বা দুপুরে গেলে আপনি ধীরে ও মনোযোগ দিয়ে পণ্য বেছে নিতে পারবেন।
৫. নিজের ব্যাগ নিনএখন অনেক সুপারশপে বাজারসদাই করার পর বিল পরিশোধের ব্যাগ কিনতে হয়। সুপারশপগুলো ব্যাগ দেয় না। তাই বাড়তি খরচ বাঁচাতে সুপারশপে ব্যাগ নিয়ে যান। এতে খরচ বাঁচে।
৬. চোখের সামনে রাখা পণ্যে প্রলুব্ধ হবেন নাঅনেক সুপারশপের একটি ব্যবসায় কৌশল আছে। সবচেয়ে বেশি লাভ হয়, এমন পণ্য সুপারশপের র্যাকের চোখ বরাবর তাকে রাখা হয়। তাই নিচের বা ওপরের তাক দেখুন। অনেক সময় সাশ্রয়ী বিকল্প পণ্য পেয়ে যেতে পারেন।
৭. হিমায়িত ও প্রক্রিয়াজাত খাবারে সাবধানপ্রস্তুত খাবার বা হিমায়িত খাবার দেখতে বেশ ভালো। কিন্তু দাম বেশি পড়ে। যদি এসব খাবার বাসায় রান্না করা সম্ভব হয়, তাহলে এসব প্রস্তুত খাবার বা হিমায়িত খাবার না কেনাই ভালো। এসব আপনি ঘরে রান্না করলে কত কম খরচ হতো, তা–ও বিবেচনা করতে পারেন।
৮. যেসব পণ্যে অফার নিতে পারেনএকটা কিনলে আরেকটা ফ্রি, এমন অফার নেওয়ার চিন্তা করুন, পণ্যটি আপনার জরুরি কি না। এখানে একটি টিপস আছে, যে পণ্যটি আপনি প্রায় প্রতিদিন ব্যবহার করেন, পুরো মাসে ওই পণ্য বেশি কিনতে হয়, সেসব পণ্যের অফার নিতে পারেন। যেমন সাবান ও টিস্যু—এসব সারা মাসই ব্যবহার করতে হয়।
৯. রসিদ মিলিয়ে দেখুনকেনাকাটা শেষে যখন কাউন্টারে বিল পরিশোধ করবেন, তখন মিলিয়ে দেখবেন, যে দাম পণ্যের গায়ে লেখা ছিল, সেই দাম রসিদে আছে কি না। অনেক সময় দাম ভুল স্ক্যান হয় কিংবা অফার কার্যকর হয় না।
তাই সুপারশপ ছাড়ার আগেই মিলিয়ে দেখুন।
১০. মেয়াদপূর্তির তারিখ দেখুনঅফার দেওয়া অনেক পণ্যের মেয়াদ শেষ হওয়ার পথে থাকে। ‘বিক্রির জন্য নয়’ লেখা পণ্যও সুপারশপে থাকতে পারে। তাই এসব বিষয়ে সাবধানতা অবলম্বন করুন।