ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানি জার্সি নিয়ে বিতর্ক: খাজার প্রশ্ন, জার্সি ঢাকতে বলাটা কি বৈধ
Published: 29th, July 2025 GMT
সর্বশেষ ৬ বছরে অস্ট্রেলিয়ার জার্সিতে শুধু টেস্ট খেলারই সুযোগ পেয়েছেন উসমান। এই তথ্যে খাজার ব্যাটিংকে রক্ষণাত্মক মনে হতে পারে, তবে চিন্তা-ভাবনায় অস্ট্রেলিয়ান ওপেনার বেশ প্রতিবাদী। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালীন ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় চাকরি হারান অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন এসইএনের সাংবাদিক পিটার লালোর। এর প্রতিবাদে খাজা গত মাসে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরেরর সময় সেই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। শুধু কী তা–ই, লালোর চাকরি হারানোর পর পাকিস্তানি বংশোদ্ভূত খাজা তাঁর সমর্থনে ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন। এবার খাজা প্রতিবাদী হয়ে উঠলেন ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বিতর্কিত এক ঘটনায়।
ইংল্যান্ড-ভারত সিরিজে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট গত রোববার ড্র হয়। এই ম্যাচের কোন দিন ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি ইএসপিএনক্রিকইনফো, তবে ক্রিকেটবিষয়ক এই ওয়েব পোর্টাল গতকাল জানায়, গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে এসেছিলেন এক দর্শক। মাঠের নিরাপত্তাকর্মী তাঁকে জার্সিটি ঢেকে ফেলতে বলেন। সেটি না করে স্টেডিয়াম ছেড়ে চলে যান সেই সমর্থক। এ ঘটনায় তদন্তে নেমেছে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার। ওল্ড ট্র্যাফোর্ড ল্যাঙ্কাশায়ারের ঘরের মাঠ।
পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সেই দর্শকের নাম ফারুক নজর। গালফ নিউজ জানিয়েছে, ধর্মীয় একটি টিভি চ্যানেলে সাংবাদিক তিনি। সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের সবুজ জার্সি পরে ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে গিয়েছিলেন ফারুক নজর। শুরুতে মাঠের নিরাপত্তারক্ষীদের এক সদস্য ফারুককে জার্সি ঢেকে রাখার অনুরোধ করেন, ‘আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে, আপনি যদি ওই শার্টটা ঢেকে রাখতে পারেন, ভালো হয়।’ পরে আরেকজন স্টুয়ার্ড এসে বলেন, ‘জার্সিটা “জাতীয়তাবাদী” হিসেবে বিবেচিত হতে পারে।’
জার্সি ঢেকে ফেলার নির্দেশ পাওয়ার প্রমাণ রাখতে ফারুক এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, জার্সি ঢাকার নির্দেশ পাওয়ার পর ফারুক নজর পাল্টা বলেন, ‘আপনারা কি লিখিত নির্দেশ দেখাতে পারেন? অর্থ খরচ করে টিকিট কিনেছি। এটা মেনে নিতে হলে আমার লিখিত (আদেশ) প্রয়োজন।’
আরও পড়ুনওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানি জার্সি পরা নিয়ে বিতর্ক, তদন্তে ল্যাঙ্কাশায়ার২৮ জুলাই ২০২৫সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের জার্সি ঢাকার এই আদেশের ভিডিও ভাইরাল হতে দেরি হয়নি। খাজা সেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে খাজা ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের নাম একপাশে রেখে বড় করে লেখেন, ‘এটা বৈধ হতে পারে না.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ্যাম্পিয়ন
অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই।
ব্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।
আরো পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ উদ্যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল।
বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।
ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’।
বিস্তারিত আসছে …
ঢাকা/ইয়াসিন