ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানি জার্সি নিয়ে বিতর্ক: খাজার প্রশ্ন, জার্সি ঢাকতে বলাটা কি বৈধ
Published: 29th, July 2025 GMT
সর্বশেষ ৬ বছরে অস্ট্রেলিয়ার জার্সিতে শুধু টেস্ট খেলারই সুযোগ পেয়েছেন উসমান। এই তথ্যে খাজার ব্যাটিংকে রক্ষণাত্মক মনে হতে পারে, তবে চিন্তা-ভাবনায় অস্ট্রেলিয়ান ওপেনার বেশ প্রতিবাদী। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালীন ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় চাকরি হারান অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন এসইএনের সাংবাদিক পিটার লালোর। এর প্রতিবাদে খাজা গত মাসে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরেরর সময় সেই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। শুধু কী তা–ই, লালোর চাকরি হারানোর পর পাকিস্তানি বংশোদ্ভূত খাজা তাঁর সমর্থনে ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন। এবার খাজা প্রতিবাদী হয়ে উঠলেন ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বিতর্কিত এক ঘটনায়।
ইংল্যান্ড-ভারত সিরিজে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট গত রোববার ড্র হয়। এই ম্যাচের কোন দিন ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি ইএসপিএনক্রিকইনফো, তবে ক্রিকেটবিষয়ক এই ওয়েব পোর্টাল গতকাল জানায়, গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে এসেছিলেন এক দর্শক। মাঠের নিরাপত্তাকর্মী তাঁকে জার্সিটি ঢেকে ফেলতে বলেন। সেটি না করে স্টেডিয়াম ছেড়ে চলে যান সেই সমর্থক। এ ঘটনায় তদন্তে নেমেছে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার। ওল্ড ট্র্যাফোর্ড ল্যাঙ্কাশায়ারের ঘরের মাঠ।
পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সেই দর্শকের নাম ফারুক নজর। গালফ নিউজ জানিয়েছে, ধর্মীয় একটি টিভি চ্যানেলে সাংবাদিক তিনি। সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের সবুজ জার্সি পরে ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে গিয়েছিলেন ফারুক নজর। শুরুতে মাঠের নিরাপত্তারক্ষীদের এক সদস্য ফারুককে জার্সি ঢেকে রাখার অনুরোধ করেন, ‘আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে, আপনি যদি ওই শার্টটা ঢেকে রাখতে পারেন, ভালো হয়।’ পরে আরেকজন স্টুয়ার্ড এসে বলেন, ‘জার্সিটা “জাতীয়তাবাদী” হিসেবে বিবেচিত হতে পারে।’
জার্সি ঢেকে ফেলার নির্দেশ পাওয়ার প্রমাণ রাখতে ফারুক এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, জার্সি ঢাকার নির্দেশ পাওয়ার পর ফারুক নজর পাল্টা বলেন, ‘আপনারা কি লিখিত নির্দেশ দেখাতে পারেন? অর্থ খরচ করে টিকিট কিনেছি। এটা মেনে নিতে হলে আমার লিখিত (আদেশ) প্রয়োজন।’
আরও পড়ুনওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানি জার্সি পরা নিয়ে বিতর্ক, তদন্তে ল্যাঙ্কাশায়ার২৮ জুলাই ২০২৫সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের জার্সি ঢাকার এই আদেশের ভিডিও ভাইরাল হতে দেরি হয়নি। খাজা সেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে খাজা ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের নাম একপাশে রেখে বড় করে লেখেন, ‘এটা বৈধ হতে পারে না.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র
২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, গতকাল জানিয়েছে ইএসপিএন। আগামী বছর ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এই তিন দেশের ১৬টি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হবে বিশ্বকাপ।
আরও পড়ুনএমবাপ্পেই রিয়ালের নতুন ‘১০ নম্বর’২ ঘণ্টা আগেইএসপিএন ও টিউডিএন’মেক্সিকো জানিয়েছে, গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের জন্য কানাডা ও মেক্সিকোর কিছু শহরও আলোচনায় ছিল। শেষ পর্যন্ত ভেগাসকেই বেছে নেওয়া হয়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বর এ ড্র অনুষ্ঠিত হবে।
মেক্সিকোর ক্লাব পাচুকার নির্বাহী ও বিশ্বকাপের দলগুলোর অনুশীলনের জন্য মেক্সিকোকে বেছে নেওয়ার পক্ষে প্রচারণা চালানো পেদ্রো চেদিল্লো সম্প্রতি ইএসপিএনকে বলেছেন, ভেগাসেই ড্র অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করছেন তিনি, ‘আমার ভুল না হলে ৫ ডিসেম্বর কিংবা ডিসেম্বরের শুরুর দিকে ড্র অনুষ্ঠিত হবে। আমার মনে হয়, এটা ভেগাসেই অনুষ্ঠিত হবে এবং পাচুকা শহরের বিষয়ে তথ্য দিতে আমাদের সেখানে থাকতে হবে।’
৪টি করে দল নিয়ে মোট ১২টি গ্রুপে ড্র অনুষ্ঠিত হবে। ফিফার পক্ষ থেকে অবশ্য এখনো গ্রুপ পর্বের ড্র কবে, কোথায় অনুষ্ঠিত হবে—সে বিষয়ে কিছুই নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুনউরুগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল, টানা পঞ্চম শিরোপা জয়ের অপেক্ষা৪ ঘণ্টা আগে১৯৯৪ বিশ্বকাপও আয়োজিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেবারও বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয় লাস ভেগাসে, সেখানকার লাস ভেগাস কনভেনশন সেন্টারে। তবে সেবার বিশ্বকাপের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি লাস ভেগাসে। ইএসপিএন জানিয়েছে, এ ভেন্যুসহ অন্য আরও কয়েকটি ভেন্যু ৫ ডিসেম্বরের জন্য বুক করা হয়েছে।
লাস ভেগাসের ‘স্ফেয়ার’ সেন্টারে ৫৪ হাজার বর্গমিটার আয়তনের স্ক্রিন আছে এবং ১৭ হাজার ৫০০ মানুষ সেখানে একসঙ্গে বসতে পারেন। বিভিন্ন সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, সেখানে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে পারে। তবে স্ফেয়ার সেন্টারের সূত্র ইএসপিএনকে জানিয়েছেন, ড্র সেখানে অনুষ্ঠিত হবে না। বার্তা সংস্থা এএফপিকেও একই তথ্য জানিয়েছেন এই সেন্টারের সূত্র।