সোমবার (২৮ জুলাই) রাতে নারায়ণগঞ্জ টাইমসে "সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজির টার্গেট মাসে কোটি টাকা" শিরোনামে প্রকাশিত সংবাদে ভিন্নমত প্রকাশ করেছেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক মো: সহিদুর রহমান স্বপন।  

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ টাইমসে পাঠানো প্রতিবাদ লিপিতে তিনি বলেন, "সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজির টার্গেট মাসে কোটি টাকা" শিরোনামে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটিতে আনীত সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী মহল আমাকে বিতর্কিত করতে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। আমি পৈতৃক সূত্রে সোনারগাঁয়ের স্থায়ী বাসিন্দা এবং বংশ পরম্পরায় এখানে ব্যবসা-বাণিজ্য করে আসছি।

এখানে আমাদের সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়িক একটা সম্মানজনক অবস্থান রয়েছে। আমি বা আমার পরিবারের কেউ কখনো চাঁদাবাজি বা অন্যায় কোনো কাজের সাথে জড়িত ছিলাম না।

৫ আগস্ট পরবর্তী সময়ে একটি চক্র সোনারগাঁয়ে দখল এবং চাঁদাবাজির চেষ্টা চালালে আমরা সুধী সমাজকে সাথে নিয়ে এর প্রতিবাদ জানিয়েছি এবং প্রতিরোধের চেষ্টা করেছি। তাই সেই সুবিধাবাদী চক্র আমাদেরকে বিতর্কিত করতে গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করেছে।

আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সোনারগাঁয়ে কারা চাঁদাবাজি করছে, কারা অন্যের জমি দখল করছে, তার প্রকৃত তথ্য সম্বলিত একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করুন। তাহলে প্রকৃত চাঁদাবাজদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে।

যারা আমাকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ মিথ্যা ষড়যন্ত্র করেছে আমি তাদের উপযুক্ত শাস্তি চাই এবং এ লক্ষ্যে সাংবাদিক ভাইদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১ প্রকাশিত সংবাদ নিয়ে যুবদল নেতা স্বপনের ভিন্নমত ২ পাশ করলেই সু-শিক্ষিত হওয়া যায় না : ডিসি ৩ মুছাপুর ইউনিয়ন বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ  ৪ জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় জামায়াতের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ৫ নারায়ণগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন  ৬ ফতুল্লার দুই দশকের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কাজ শুরু ৭  সংস্কৃতিসেবীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি ৮ বন্দরে মেহেদী হত্যা মামলার আসামি আনোয়ার গ্রেপ্তার   ৯ ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি সোবাহান মেম্বার গ্রেপ্তার   ১০ বন্দরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার   ১১ ফতুল্লায় অয়ন ওসমানের সহোযোগি বাছেদ মেম্বার আটক ১২ ফতুল্লা থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট ১৩ রূপগঞ্জে বৃদ্ধকে গুলি করে কুপিয়ে জখম  ১৪ ফতুল্লায় আগুনে পুড়লো ২০টি বসতঘর ১৫ রূপগঞ্জে দাফনের এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন ১৬ সিদ্ধিরগঞ্জে নূর নবীর চাঁদাবাজিতে অতিষ্ঠ নিম্ন আয়ের মানুষ ১৭ আমাদের ভুল থাকে ধরাইয়া দেন, সংশোধন করে নেব : মাও.

মঈনুদ্দিন ১৮ সিদ্ধিরগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচি ও চাঁদাবাজ প্রতিরোধে লিফলেট বিতরণ ১৯ সিদ্ধিরগঞ্জে আওয়ামী ক্যাডার সন্ত্রাসী সরল বিএনপির ছত্রছায়ায় বেপরোয়া ২০ মনোনয়ন নিয়ে চিন্তা করবেন না, জনগণের পাশে থাকুন : আজাদ  ২১ রূপগঞ্জে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ এবং শ্রেণিকক্ষ ২২ আমার পিতা আওয়ামী লীগের হলে তার সাথেও কোন আপোস চলবে না : টিপু  ২৩ দেশের জন্য কাজ করতে রাজনৈতিক পরিচয় লাগে না : তাহসান ২৪ মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় হতাহতদের জন্য মহানগর সাংস্কৃতিক জোটের দোয়া ১ সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগির জেরে খুন হয় জনি, গ্রেপ্তার ৩ ২ নগরীর জিমখানায় পার্কে ছিনতাইকালে আটক ২, চারটি মোবাইল উদ্ধার ৩ ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজির সময় কাজল আটক ৪ সোনারগাঁয়ে হাত-পা বাধা নারীর মরদেহ উদ্ধার ৫ বন্দরে পৌনে ৩ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক আলামিন ও টুম্পা দম্পতি  ৬ ফতুল্লায় স্টেডিয়ামের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার ৭ ফতুল্লায় তিতাস গ্যাসের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা ৮ লাঙ্গলবন্দে মন্দিরের কমিটি দখলে সন্ত্রাসী হামলা, মামলায় আসামী ১৭ ৯ বন্দরে বিএনপি নেতা মুকুলকে মারধর, অভিযোগের তীর ডন বজলুর দিকে ১০ বন্দরে ডকইয়ার্ড শ্রমিক নূর হোসেন নিহত  সকল খবর

আরো পড়ুন  

পাশ করলেই সু-শিক্ষিত হওয়া যায় না : ডিসি

মুছাপুর ইউনিয়ন বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ 

জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় জামায়াতের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ফতুল্লার দুই দশকের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কাজ শুরু

বন্দরে মেহেদী হত্যা মামলার আসামি আনোয়ার গ্রেপ্তার  

ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি সোবাহান মেম্বার গ্রেপ্তার  

বন্দরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার  

ফতুল্লায় অয়ন ওসমানের সহোযোগি বাছেদ মেম্বার আটক

২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ

নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)

ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪

ইমেইল : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ট ইমস স দ ধ রগঞ জ প রক শ স ন রগ ন রসন য বদল সদস য ব এনপ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে অবৈধ পাকিংয়ে তীব্র যানজট, জনদুর্ভোগ চরমে

বর্তমানে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। এ যানজটের কারণে মাত্র ৫ মিনিটের রাস্তা পেরুতে সময় লেগে যায় ঘন্টার পর ঘন্টা। ফলে প্রতিনিয়ত চরম বিপাকে পড়তে হচ্ছে নারায়ণগঞ্জবাসীকে।

নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগ কিংবা সিটি কর্পোরেশন এ যানজট থেকে জেলাবাসীকে পরিত্রাণ দিতে ব্যর্থ হচ্ছে। ফলে দিন যতই বড়ছে ততই বাড়ছে নারায়ণগঞ্জবাসীর দুর্ভোগ।

নারায়ণগঞ্জে এমন কোন সড়ক নাই সেই সড়কে যানজট নাই। মূল সড়ক থেকে শুরু করে অলি-গলি সব জায়গায়ই যানজট আর যানজট। তবে এ যানজটের পেছনে মূল সড়কের যানজটকেই দায়ি করছেন অনেকে।

তারা বলছেন, মূল সড়ক যদি যানজট মুক্ত থাকতো তাহলে এর আশেপাশের সড়কগুলো যানজটের সুষ্টি হতো না। মূল সড়কে তীব্র যানজটের কারণেই এর প্রভাব পড়ছে অন্য সড়কগুলোতেও।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে শহরের চাইতে চাষাঢ়া-পঞ্চবটি সড়কে যানজট ভয়াবহ আকার ধারণে করেছে। এ সড়ক দিয়ে চলাচলের কথা শুনলেই মানুষ আতকে উঠে। কারণ, যানজটের মাত্র পনেরো মিনিটের রাস্তা পাড় হতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা। 

এ রাস্তায় এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ীকেও যানজটে আটতে থাকতে দেখা যায় ঘন্টার পর ঘন্টা। একবার যানজটে আটকা পড়লেই দিন শেষ। কখন বাড়ী কিংবা অফিসে যাবেন তার কোন ঠিক নেই।

অনুসন্ধানে জানাগেছে, এ যানজটের প্রধান কারণ হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের নির্মাণ কাজ। ফ্লাইওভারের কর্মযজ্ঞের ফলে যানবাহনগুলোকে একটু ধীর গতিতে যেতে হয়। ফলে যানজটের সৃষ্টি হয়।

তবে এ যানজটের আরও একটি বড় কারণ চোঁখে পড়ে, আর তা হলো পঞ্চবটি এলাকায় ফ্লাইওভারের নিচে এবং চাষাঢ়া-পঞ্চবটি সড়কের দু’পাশে ট্রাক ও কভার্ডভ্যানগুলো অবৈধভাবে পাকিং করে রাখা। 

এসব যানবাহনগুলো সড়কের দু’পাশে পার্কিং করে রাখার কারণে মূল সড়ক অনেকটাই সরো হয়ে যায়। ফলে এ সড়ক দিয়ে অন্যসব যানবাহনগুলো ঠিকমত চলাচল করতে পারে না। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অথচ, পঞ্চবটির খুব কাছেই রয়েছে ট্রাক ও কভার্ডভ্যান স্ট্যান্ড। যানবাহনের চালকরা ওই স্ট্যান্ডে গাড়ী না রেখে সড়কের পাশে অবৈধভাবে বাঁকাত্যাঁড়া গাড়ীগুলো রাখছেন। এর ফলে যে, ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং যানজটের কবলে পড়ে মানুষের ভোগান্তি হচ্ছে, এ বিষয়ে যেন তাদের কোন মাথা ব্যথা নেই। 

তাদের ভাব-নমুনা দেখা মনে হয় যে, তারাই যেন এ সড়কটির মূল মালিক। না পুলিশে তাদের কিছু বলে, না তারা জনগণের কোন কথা শোনে। তারা তাদের ইচ্ছেমত গাড়ীগুলো রেখে যানজটের সৃষ্টি করছেন।

চাষাঢ়া-পঞ্চবটি সড়কে চলাচল করা ভুক্তভোগী পথচারিরা বলছেন, এ সড়ক দিয়ে যাতায়াত করাটা বর্তমানে দুর্বিষহ হয়ে উঠেছে। এত ভয়াবহ যানজট আমরা কখনোই চোঁখে দেখিনি। পঞ্চবটি ফ্লাইওভারের নিচে যেভাবে ট্রাক-কভার্ডভ্যানগুলো রাখা হয় পুরো সড়কটা তারা কিনে নিয়েছে। পুলিশও কিছু বলে না। 

এছাড়া চাষাঢ়া থকে পঞ্চবটি পর্যন্ত পুরো সড়কে দু’পাশেই তারা গাড়ীগুলো রাখছেন। রাস্তাটি পাশে এমনিতেই জায়গা কম, আবার যদি তারা এভাবে গাড়ী রাখেন তাহলে যানজটের সৃষ্টিতো হবেই। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সচেতন মহল বলেন, আসলে নিতাইগঞ্জ এলাকা থেকে ট্রাক স্ট্যান্ডটি সরিয়ে নেয়ার জন্য সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভী একটি উদ্যোগ গ্রহণ করে। তিনি শহরে শৃঙ্খলা ফেরাতে পঞ্চবটি এলাকাতে সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে একটি ট্রাক স্ট্যান্ড গড়ে তোলেন এবং সেখানে এ স্ট্যান্ডকে স্থানান্তর করেন। কিন্তু কোন লাভ হয়নি। 

এখন তারা কিছু গাড়ী ওই স্ট্যান্ডে রাখে বাকি গাড়ীগুলো সড়ক দখল করে এলোপাথারিভাবে রাখে। এতে তীব্র যানজটের সৃষ্টি হলেও যেন কারো কোন কিছু বলার নেই। কারণ, এ সমস্যা নিয়ে বহুবার ডিসি-এসপির সাথে বসা হয়েছে, আলোচনা হয়েছে কিন্তু সুরাহা হয় নাই। 

তবে, ৫ আগস্টে দেশে একটি বড় পরিবর্তনের পর আশা করছিলাম এবার হয়তো এর একটা সুরাহা হবে। কিন্তু না। সড়ক দখল করে রাখা ট্রাক-কভার্ডভ্যানগুলো বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন কোন ব্যবস্থা নেয়া হয়নি। ফলে মানুষকে বাধ্য হয়েই যানজটের মত দুর্ভোগ দুর্দশাময় পরিস্থিতির মধ্য দিয়ে পথ চলতে হচ্ছে।

তারা বলেন, আসলে দেশে শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য সেদিন ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে এতবড় একটা পরিবর্তন নিয়ে এসেছিলো। কিন্তু দেশের মানুষ যদি সেই শান্তি শৃঙ্খলা ভোগই করতে না পারে, তাহলে এত প্রাণ দিয়ে কি লাভ হলো? 

আমরা জানিন না, প্রশাসন আসলে কাদেরকে খুশি করাতে চাচ্ছেন? মুষ্টিম কিছু চালকদের জন্য হাজার হাজার মানুষের এ কষ্ট কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা প্রশাসনের কাছে দাবি করবো, তারা যেন খুব শীঘ্রই এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়। নারায়ণগঞ্জবাসীকে যেন কিছুটা স্বস্তি দেয়।

এ বিষয়ে টিআই করিম বলেন, ৫ আগস্টের পর নারায়ণগঞ্জে যানজটের যে ভয়াবহতা সৃষ্টি হয়েছিলো বর্তমানে তা কমে আসছে। আশাকরছি, আগামীতে পরিস্থিতি আরও ভালো হবে। পঞ্চবটি সড়কে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান রয়েছে। এজন্য এ রুটে যানজটের সৃষ্টি হচ্ছে।

 এমতাবস্তায় যদি কোন চালক রাস্তা দখল করে অবৈধভাবে গাড়ী পার্কিং করে তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
  • সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 
  • আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
  • বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
  • ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে অবৈধ পাকিংয়ে তীব্র যানজট, জনদুর্ভোগ চরমে