Prothomalo:
2025-11-02@10:21:15 GMT

কৃত্রিম যানজট

Published: 1st, August 2025 GMT

যানজট এখন শুধু ঢাকার নয়, দেশের প্রায় সব শহরের নিত্যদিনের সমস্যা। দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা। বিশেষ করে রিকশা, অটোরিকশা, সিএনজি ও বাস। যেখানে ১৫-২০ মিনিটের পথ হওয়া উচিত, সেখানে পাড়ি দিতে লাগছে ঘণ্টার পর ঘণ্টা।

এই সমস্যা আরও জটিল হয়ে ওঠে যখন রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন সংগঠন সভা-সমাবেশের নামে রাস্তায় নামে। কেউ চায় ন্যায়বিচার, কেউবা নিজের অধিকার। এসব দাবি অবশ্যই গণতান্ত্রিক অধিকার। কিন্তু রাস্তায় অবরোধ তৈরি করে তা আদায়ের চেষ্টা শুধু কৃত্রিম যানজট সৃষ্টি করে না, অনেক সময় জীবন-মরণ পরিস্থিতিও তৈরি করে। যদি কোনো রোগী রাস্তায় আটকে থেকে মারা যায়, তাহলে সে দায়ভার কার?

গণতন্ত্রের মর্যাদা রক্ষা করেই সভা-সমাবেশের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করা জরুরি। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকার ও সংশ্লিষ্টদের উচিত যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা।

হুমায়ুন আহমেদ

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত

রাজধানীর চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামের ঠেলাগাড়ির এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ রোববার বেলা সোয়া একটার দিকে চকবাজারের নাজিমুদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।

সহকারী প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম বলেন, দুপুরে কেরানীগঞ্জ থেকে কারা সদর দপ্তরের দিকে যাচ্ছিল ট্রাকটি। ট্রাকটি চালাচ্ছিলেন মনসুর নামের এক চালক। নাজিমুদ্দিন রোডে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

সোহাগের সহকর্মীরা বলেন, দুপুরে আগামাছি লেন থেকে তাঁরা চারজন মিলে ঠেলাগাড়িতে ইট বহন করে নাজিমুদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন। নাজিমুদ্দিন রোডের বড় মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি প্রিজন ট্রাক ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এতে সোহাগ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহাগকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করেছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সোহাগের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত সোহাগের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। বাবার নাম দুলাল হাওলাদার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সোহাগ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন।

সম্পর্কিত নিবন্ধ