Prothomalo:
2025-08-02@01:16:05 GMT

কৃত্রিম যানজট

Published: 1st, August 2025 GMT

যানজট এখন শুধু ঢাকার নয়, দেশের প্রায় সব শহরের নিত্যদিনের সমস্যা। দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা। বিশেষ করে রিকশা, অটোরিকশা, সিএনজি ও বাস। যেখানে ১৫-২০ মিনিটের পথ হওয়া উচিত, সেখানে পাড়ি দিতে লাগছে ঘণ্টার পর ঘণ্টা।

এই সমস্যা আরও জটিল হয়ে ওঠে যখন রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন সংগঠন সভা-সমাবেশের নামে রাস্তায় নামে। কেউ চায় ন্যায়বিচার, কেউবা নিজের অধিকার। এসব দাবি অবশ্যই গণতান্ত্রিক অধিকার। কিন্তু রাস্তায় অবরোধ তৈরি করে তা আদায়ের চেষ্টা শুধু কৃত্রিম যানজট সৃষ্টি করে না, অনেক সময় জীবন-মরণ পরিস্থিতিও তৈরি করে। যদি কোনো রোগী রাস্তায় আটকে থেকে মারা যায়, তাহলে সে দায়ভার কার?

গণতন্ত্রের মর্যাদা রক্ষা করেই সভা-সমাবেশের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করা জরুরি। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকার ও সংশ্লিষ্টদের উচিত যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা।

হুমায়ুন আহমেদ

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ