যানজট এখন শুধু ঢাকার নয়, দেশের প্রায় সব শহরের নিত্যদিনের সমস্যা। দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা। বিশেষ করে রিকশা, অটোরিকশা, সিএনজি ও বাস। যেখানে ১৫-২০ মিনিটের পথ হওয়া উচিত, সেখানে পাড়ি দিতে লাগছে ঘণ্টার পর ঘণ্টা।
এই সমস্যা আরও জটিল হয়ে ওঠে যখন রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন সংগঠন সভা-সমাবেশের নামে রাস্তায় নামে। কেউ চায় ন্যায়বিচার, কেউবা নিজের অধিকার। এসব দাবি অবশ্যই গণতান্ত্রিক অধিকার। কিন্তু রাস্তায় অবরোধ তৈরি করে তা আদায়ের চেষ্টা শুধু কৃত্রিম যানজট সৃষ্টি করে না, অনেক সময় জীবন-মরণ পরিস্থিতিও তৈরি করে। যদি কোনো রোগী রাস্তায় আটকে থেকে মারা যায়, তাহলে সে দায়ভার কার?
গণতন্ত্রের মর্যাদা রক্ষা করেই সভা-সমাবেশের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করা জরুরি। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকার ও সংশ্লিষ্টদের উচিত যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা।
হুমায়ুন আহমেদ
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা